২০২৩ বিশ্বকাপে (World Cup Final) ১০ টি ম্যাচ জেতার পর ১৯ নভেম্বর রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চূড়ান্ত পরীক্ষা দিতে নামবে ভারতীয় দল। দারুণ এই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার প্লেয়িং ১১ নিয়ে বিশেষ আলোচনা চলছে। ম্যাচের আগের দিন শনিবার সাংবাদিক সম্মেলন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে প্লেয়িং ১১ নিয়ে বিবৃতি দেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। প্রত্যেকেরই ফাইনাল খেলার সুযোগ আছে। আমরা আগামীকাল পিচ দেখবো এবং ১২-১৩ জন খেলোয়াড় খেলার জন্য প্রস্তুত। আমরা এখনো ১১ জনের বিষয়ে সিদ্ধান্ত নিইনি। আমি চাই সব খেলোয়াড় প্রস্তুত থাকুক। ‘
একই সঙ্গে ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এই দিনের জন্য আমরা অনেক আগে থেকেই প্রস্তুত। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছি। তিন ফরম্যাটেই আমরা সঠিক খেলোয়াড় বাছাইয়ের দিকে মনোনিবেশ করেছি। গত আড়াই বছর ধরে আমরা এটা করছি। আমরা স্পষ্টভাবে সবাইকে তাদের ভূমিকা জানিয়েছি। আশা করি, ফাইনালেও আমরা ভালো করব। ‘
দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে রোহিত শর্মা বলেন, ‘আমাদের এখন পর্যন্ত যাত্রায় রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুবই বিশেষ। রাহুল তার ক্যারিয়ারে যেভাবে ক্রিকেট খেলেছেন এবং যেভাবে তিনি এখানে আছেন সেটা বিপরীত চরিত্র। কোচ আমাদের খেলার স্বাধীনতা দিয়েছে, এটা আমাদের জন্য বাড়তি সুবিধার। ‘