রোহিত-শুভমানের ব্যাটিং-এর সময়ই নিভল স্টেডিয়ামের আলো, প্রকাশ্যে এলো ‘চাঞ্চল্যকর’ তথ্য

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে (ODI Series) সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (India vs England)। ইতিমধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে…

রোহিত-শুভমানের ব্যাটিং-এর সময়ই নিভল স্টেডিয়ামের আলো, প্রকাশ্যে এলো 'চাঞ্চল্যকর' তথ্য

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে (ODI Series) সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (India vs England)। ইতিমধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচটি কটকের বরাবাটি স্টেডিয়ামে (Barabati Stadium) অনুষ্ঠিত হয়। কিন্তু খেলার মাঝে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন আচমকাই ফ্লাডলাইটের আলো বন্ধ হয়ে যায়। যার ফলে কিছু সময়ের জন্য খেলা থেমে থাকে। এরপর এই ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং কী কারণে আলো নিভে গিয়েছিল, তা খতিয়ে দেখা হয়।

ভারতীয় দলের ওপেনিং জুটি রোহিত শর্মা এবং শুভমান গিল ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই এক সমস্যার মুখোমুখি হন। সপ্তম ওভারের প্রথম বলের আগেই একটি ফ্লাডলাইট হঠাৎ করে দপদপ করতে থাকে এবং কিছু সময় পর পুরো স্ট্যান্ডে বিদ্যুৎ চলে যায়। যদিও এটি একটি টেকনিক্যাল ত্রুটি ছিল তবুও ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপর এই ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে রোহিত শর্মা এবং শুভমান গিল বেশ কিছু সময় মাঠে অপেক্ষা করেন। কিন্তু আলো ফেরানোর কোনো ব্যবস্থা না হওয়ায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আম্পায়ারের সঙ্গে আলোচনা করে মাঠ ছাড়েন। এর পর বিসিসিআই আধিকারিকরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের রিপোর্টে জানা যায়, ফ্লাডলাইটগুলো একটি জেনারেটরের সাহায্যে চালানো হচ্ছিল কিন্তু সেই জেনারেটর হঠাৎ করে বিগড়ে যাওয়ার কারণে আলো নিভে যায়।

Advertisements

বহু চেষ্টা করার পরও জেনারেটরটি ঠিক করা সম্ভব হয়নি তাই সেগুলো রিপ্লেস করতে হয়। প্রায় আধঘণ্টা পর (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট) খেলা আবার শুরু হয়। তবে এই প্রযুক্তিগত ত্রুটির কোনো প্রভাব ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সে পড়েনি।

এই ম্যাচে রোহিত শর্মা আবারও অসাধারণ মেজাজে ব্যাট করেন। মাত্র ৭৬ বলেই তিনি এক ঝকঝকে সেঞ্চুরি করেন। ১১৯ রান করে তিনি আউট হন। শুভমান গিলও তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে ৬০ রান করেন। শেষমেশ ভারতীয় দল ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয় এবং সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।