নতুন কোচের হাত ধরে ইস্টবেঙ্গলে রবিনহো !

ইন্ডিয়ান সুপার লিগে নতুন মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। টানা চার ম্যাচে হার এবং কোচের পদ থেকে কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগ হতাশ…

Robson Robinho নতুন কোচের হাত ধরে ইস্টবেঙ্গলে রবিনহো !

ইন্ডিয়ান সুপার লিগে নতুন মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। টানা চার ম্যাচে হার এবং কোচের পদ থেকে কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগ হতাশ করেছিল লাল-হলুদ সমর্থকদের। বর্তমানে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে ইস্টবেঙ্গল ((East Bengal)। তবে কুয়াদ্রাতের পদত্যাগের পর থেকেই কোচ বাছাইয়ে নেমেছিল লাল-হলুদ শিবির। কে হবেন নতুন কোচ, সেই নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যায় ময়দানে। সবাইকে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। পঞ্চমীর রাতে তাঁর নামেই শিলমোহর দিয়েছে ক্লাব।

আরও পড়ুন : স্ত্রীর ইচ্ছে পূরণে দেবী আরাধনায় ফুটবলার মেহতাব হোসেন

   

লাল-হলুদের দায়িত্ব নিয়ে কোচ অস্কার ব্রুজেনজানান, “আমি চেষ্টা করব ম্যানেজমেন্ট এবং সমর্থকদের সকল আশা পূরণ করতে। তাছাড়া ইস্টবেঙ্গলের মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ এবং বিশাল দায়িত্ব।” বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে টানাচার ম্যাচ পরাজিত হয়েছে ময়দানের এই প্রধান। যারফলে পয়েন্ট টেবিলের তলানিতে নেমেছে দল। এবার সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নতুন কোচের কাছে।

আরও পড়ুন : আইএফএ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মহামেডানের, পাশে দাঁড়িয়ে নজির বিহীন সিদ্ধান্ত বাগানের

স্প্যানিশ কোচ দায়িত্ব পাওয়ার পরই ক্লাব তাঁবুতে আলোচনা শুরু হয়ে গিয়েছে বার একাধিক বদল দেখা যেতে পারে দলের অন্দরে। দল থেকে বাদ দেওয়া হতে পারে বেশ কিছু পরিচিত এবং দীর্ঘদিন ধরে খেলা ফুটবলারদের। কারণ এই মরশুমে তাঁদের পারফরম্যন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। সেক্ষেত্রে অন্য দল থেকে ইস্টবেঙ্গলে দেখা যেতে পারে এক দাপুটে ফরোয়ার্ডকে। যারফলে স্বাভাবিকভাবেই দল থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক ক্লেন্টন সিলভা। তিনি বাদ পড়লে দলে কে আসতে পারেন সেই নিয়েও জল্পনা চলছে।

আরও পড়ুন : দেবী পক্ষে ২০০ জন অনাথ শিশুর পাশে দাঁড়ালেন বাংলার মহারাজ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো কি ক্লেন্টন সিলভার জায়গায় দলে আসবেন? এই নিয়ে জল্পনা কিছুতেই থামছে না। কারণ এর মধ্যেই বাংলাদেশের অন্যতম সফল ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি নিশ্চিত করেছেন রবিনহোর সঙ্গে তাঁদের সম্পর্ক শেষ। এছাড়া বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, তিনি নতুন ক্লাবে যোগ দিতে আগ্রহী। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইস্টবেঙ্গলে যোগদানের প্রসঙ্গ।

ইস্টবেঙ্গলের নতুন কোচ বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকাকালীন একাধিক সাফল্য পেয়েছেন। সেখানেই তাঁর মন্ত্রতেই কার্যত বেড়ে উঠেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। বসুন্ধরার সাফল্যের অন্যতম কারিগর এই তারকা ফুটবলার। বাংলাদেশের সেরা ফুটবল লিগে খেলছেন দীর্ঘ দিন ধরে। নিঃসন্দেহে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার তিনি। তাই আশা করা করা যাচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে আগ্রহী হতে পারে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন : কলম্বিয়ার বিরুদ্ধে গোল করা সেই জ্যাকসনই মশালবাহিনীর ‘অ্যাকশনের ‘নায়ক

এছাড়া কোচের পরিকল্পনা অনুযায়ী আরেক বছর চব্বিশের ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দেখা যেতে পারে মশাল ব্রিগেডে। তিনি মিগুয়েল ফিগুইরা। বর্তমানে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। পূর্বে গোইয়াস সহ ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

যদিও ট্রান্সফার উইন্ডো খোলার আগে মাঝে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। তাই কাদের নিয়ে নতুন ভাবে দোল গড়বে ইস্টবেঙ্গল তা শুধু সময়ের অপেক্ষা