ভারতের দুই ক্লাবের চিন্তা বাড়াতে পারেন প্রিমিয়ার লীগ জয়ের হ্যাটট্রিক করা রোবিনহো

আলাদা করে বলতে হয় Robson Azevedo da Silva’র কথা। মাঠে জিনিন রোবিনহো নামে পরিচিত।

Robson Azevedo da Silva

চর্চায় AFC Cup। মঙ্গলবার গ্রুপ পর্বে অভিযান শুরু করবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। ওপার বাংলার অন্যতম ধারাবাহিক ক্লাব, দলে রয়েছেন ভালো মানের একাধিক বিদেশি ফুটবলার। আলাদা করে বলতে হয় Robson Azevedo da Silva’র কথা। মাঠে জিনিন রোবিনহো নামে পরিচিত।

Advertisements

বসুন্ধরা কিংসের সঙ্গে AFC Cup এর গ্রুপ ডিতে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি এবং মেজিয়া। আগামীকাল মেজিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বসুন্ধরা কিংস। জরুরি এই ম্যাচের আগে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে রোবিনহো চর্চায় রয়েছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে বিভিন্ন পোস্ট। আসলে বসুন্ধরা কিংসের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন ব্রাজিলের এই উইঙ্গার, করেছেন প্রচুর গোল।

বিজ্ঞাপন

বাংলাদেশের মাটিতে খেলা অন্যতম সফল বিদেশি ফুটবলার Robson Azevedo। ২০২০-২১ মরসুম থেকে বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রথমে লোনে তাকে দলে নেওয়া হয়েছিল। পরে স্থায়ী চুক্তিতে সই করেছিলেন। এই ক্লাবের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ জিতেছেন- ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ মরসুমে। বাংলাদেশ ফেডারেশন কাপ জিতেছেন একবার। বসুন্ধরা কিংসের হয়ে AFC কাপের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন এই উইঙ্গার। এশিয়ান প্রতিযোগিতা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার।

এশিয়ান প্রতিযোগিতায় অভিজ্ঞ এক ফুটবলার ইতিপূর্বে বিপাকে ফেলেছিল মোহন বাগান সুপার জায়ান্টকে। শুধুমাত্র এই প্রতিযোগিতার কথা মাথায় রেখে ঢাকা আবাহনী ক্লাব কর্নেলিয়াস স্টুয়ার্টকে দলের সঙ্গে যুক্ত করেছিল। দল হিসেবে ঢাকা আবাহনী সাফল্য না পেলেও কর্নেলিয়াস নিজে কাজ ঠিকই করেছিলেন। বল জড়িয়েছিলেন মোহন বাগান সুপার জায়ান্টের জালে। সুযোগ পেলে বসুন্ধরা কিংসের রোবিনহো নিশ্চই তেমনটা করতে চাইবেন।