কবে রবিনহোকে পেতে পারে ইমামি ইস্টবেঙ্গল? জানুন

মাস কয়েক আগেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর পরিবর্তে বর্তমানে ময়দানের এই প্রধানের দায়িত্বে এসেছেন অস্কার ব্রুজন।‌ কুয়াদ্রাতের পদত্যাগ পত্র জমা…

robinho bashundhara kings

short-samachar

মাস কয়েক আগেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর পরিবর্তে বর্তমানে ময়দানের এই প্রধানের দায়িত্বে এসেছেন অস্কার ব্রুজন।‌ কুয়াদ্রাতের পদত্যাগ পত্র জমা দেওয়ার পর থেকেই লাল-হলুদের নয়া কোচ নিয়োগ নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। সময় যত এগিয়েছে ততই উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল নাম। তবে শুরু থেকেই তাঁদের সবাইকে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়ে যায় অস্কারের নাম। তারপর শহরে আসার পর থেকে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি তিনি।

   

Also Read | বাগান অনুশীলনে অনুপস্থিত এই ভারতীয় ডিফেন্ডার, পুরোটা জানুন 

সাময়িক বিশ্রাম নিয়েই দলের সঙ্গে যোগদান করেন অস্কার ব্রুজন‌‌‌। ডার্বি ম্যাচে ছিলেন দলের ডাগ আউটে। দলের হতশ্রী পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে যত সময় এগিয়েছে ফুটবলারদের ম্যাচ ফিট করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। তারপর ও ওডিশা ম্যাচে ভালো পারফরম্যান্স করে ও পরাজিত হতে হয়েছিল মশাল ব্রিগেডকে। সেই হতাশাজনক পারফরম্যান্স নিয়েই ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ অমীমাংসিত ফলাফলে শেষ করতে হলেও পরবর্তীতে টানা দুইটি ম্যাচে বসুন্ধরা কিংস এবং লেবাননের চ্যাম্পিয়ন দল নাজমেহ এফসিকে পরাজিত করে লাল-হলুদ ব্রিগেড।

Also Read | লাল-হলুদ প্রসঙ্গে এবার কী বললেন দেবাশিস দত্ত? 

বর্তমানে সেই ধারা বজায় রেখেই আগামী ৯ই নভেম্বর পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে সাউল ক্রেসপোর দল। সেখানেও জয় পেয়ে আইএসএলে খাতা খোলার লক্ষ্য আনোয়ার আলিদের। তবে দল নিয়ে কিছুটা হলেও যেন হতাশ কোচ অস্কার ব্রুজন‌‌‌। তিনি দায়িত্বে আসলেও আসন্ন ট্রান্সফার উইন্ডোতে দলের মধ্যে যে একাধিক বদল আসবে তাঁর আভাস মিলেছিল অনেক আগেই। এবার সেই সম্ভাবনাই প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর দলের বর্তমান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে রিলিজ করে দিতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

Also Read | East Bengal FC : ছুটি শেষে ইস্টবেঙ্গলের অনুশীলনে কোন চমক থাকল দেখুন 

পরিবর্তে দলে আনা হতে পারে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোকে (Robinho)। উল্লেখ্য, গত ফুটবল সিজনে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন তিনি। এমনকি এএফসির টুর্নামেন্টে মোহনবাগান দলকে হারানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। সময় বদলেছে। এবার ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্বে এসেছেন বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার ব্রুজন‌‌‌। তাই এই সিজনে নিজের প্রিয় ছাত্রকে দলে টেনে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চাইছেন লাল-হলুদ হেডস্যার।

কিন্তু কবে থেকে তাঁকে পেতে পারে ইস্টবেঙ্গল? হিসাব অনুযায়ী চলতি মাসের শেষের দিকে পর্যন্ত বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন রবিনহো। বলতে গেলে হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই ফ্রি-প্লেয়ার হয়ে যাবেন এই তারকা। সেই সুযোগ কাজে লাগিয়েই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁকে দলে টানতে চাইবে ময়দানের এই প্রধান। এখন সেদিকেই তাকিয়ে সকল সমর্থকরা।