
ডিসেম্বরের শেষ লগ্নে বিশ্ব ফুটবলের এক সংবাদ চমকে দিয়েছিল সকলকে। জানা গিয়েছিল হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রবার্তো কার্লোস (Roberto Carlos)। নিঃসন্দেহে যা শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র। ২০২৫ সালের অন্তিম সময়ের দিকে এসে এমন সংবাদ স্বাভাবিকভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না কারুর পক্ষে। তবে এমন তথ্য সম্পূর্ণ সত্য ছিল না। হ্যাঁ ঠিকই শুনেছেন। নতুন বছরে এসে সেইকথা জানান খোদ এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। যা রটে যাওয়া সংবাদের থেকে অনেকটাই আলাদা। পূর্বে দেশ-বিদেশের বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে পায়ে রক্ত জমতে শুরু করেছিল এই তারকার।
সেটা পরীক্ষা করতে গিয়েই নাকি হার্টের সমস্যা দেখা দিয়েছিল এই বিশ্বজয়ীর। এক্ষেত্রে অস্ত্রোপচারকে গুরুত্ব দিয়েই নাকি তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ব্রাজিলিয়ান রক্ষণের এই স্তম্ভকে। এমনকি কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে আরও জানানো হয়েছিল যে প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে নাকি অস্ত্রোপচার চলেছিল রবার্তো কার্লোসের। যেটা নিঃসন্দেহে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল ফুটবলপ্রেমীদের। অবশেষে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট করেন এই তারকা।
যেখানে তিনি লেখেন, ‘ আমি সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে তা স্পষ্ট করতে চাই। আমার মেডিকেল টিমের সাথে আগে থেকেই পরিকল্পনা করে একটি প্রতিরোধমূলক চিকিৎসা পদ্ধতি সম্প্রতি সম্পন্ন হয়েছে। পদ্ধতিটি সফল হয়েছে এবং আমি ভালো আছি। আমার হার্ট অ্যাটাক হয়নি। আমি সুস্থ হয়ে উঠছি, এবং শীঘ্রই পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং আমার পেশাদার এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি পুনরায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সমর্থন, যত্ন এবং উদ্বেগের বার্তাগুলির জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে উদ্বেগের কোনও কারণ নেই।’
সেইসাথে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি ও আপলোড করেন বিশ্ব ফুটবলের এই তারকা। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।










