Barcelona: হার না মানা জার্মান মানসিকতা! ৫ মিনিটে ২ গোল

নতুন কোচের হাত ধরে লা লিগার নতুন মরসুম শুরু করল বার্সেলোনা (Barcelona)। পিছিয়ে পড়েও এসেছে জয়। জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। EPL: পয়সা…

Barcelona

নতুন কোচের হাত ধরে লা লিগার নতুন মরসুম শুরু করল বার্সেলোনা (Barcelona)। পিছিয়ে পড়েও এসেছে জয়। জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)।

EPL: পয়সা উসুল ম্যাচ, জয় পেল ৩ বড় ক্লাব

   

ক্যাম্প ন্যুতে শেষ হয়েছে জাভি-জমানা। পোড়খাওয়া হ্যান্সি ফ্লিকের কাঁধে এখন দলের দায়িত্ব। স্প্যানিশ কোচের জায়গায় জার্মান কোচ। বার্সেলোনার খেলাতেও হার না মনোভাব। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ার পর রাফিনহা, বালডেরা ফিরে আসেন ম্যাচ। পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল।

বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া ম্যাচের ফলাফল ২-১। মেটালা স্টেডিয়ামে প্রথমে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। লা লিগায় ভ্যালেন্সিয়া দলকে শক্ত গাঁট বলে মনে করা হয়। অতীতে স্পেনের জাতীয় দলের বহু ফুটবলার উঠে এসেছেন এই দল থেকে। তাই ভ্যালেন্সিয়াকে হালকাভাবে নেওয়ার কোনও কারণ ছিল না। ৪৪ মিনিটে হুগো দুরো গোল করে এগিয়ে দিয়েছিলেন বার্সেলোনাকে।

বার্সেলোনার বিরুদ্ধে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল ভ্যালেন্সিয়া। নিজেদের দুর্গ অক্ষত রেখে গোল তুলে নেওয়ার পথে হেঁটেছিল ভ্যালেন্সিয়া। উইং বরাবর গতি নির্ভর একাধিক আক্রমণ তুলে এনেছিল। ৪৪ মিনিটে লেফট উইং থেকে ভেসে আসা ক্রস থেকে গোল করেন হুগো।

৪ গোলে জিতে শীর্ষ স্থানেই East Bengal FC

এক গোলে পিছিয়ে পড়ার পর নিজেদের খেলার গতি বৃদ্ধি করে বার্সেলোনা। ৪৪ মিনিটে পিছিয়ে পড়ার পর ৪৫+৫ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান রবার্ট লেওয়ানডস্কি। ৪৯ মিনিটে মিনিটে ম্যাচের ফলাফল নির্ণায়ক গোল পোল্যান্ডের স্ট্রাইকারের।