একরাশ ছক্কা! ইতিহাস গড়েও একরাশ হতাশা রিয়ানের ইনিংসে

Riyan Parag six sixes

কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবার আইপিএল ২০২৫-এর ১২তম লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) এক অসাধারণ কীর্তি গড়লেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই অসমের ডানহাতি ব্যাটার ৪৫ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৮টি ছক্কা। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল তাঁর ইতিহাস গড়া কীর্তি—আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিনি ছয়টি বলে ছয়টি ছক্কা হাঁকালেন।

Advertisements

১৩তম ওভারে কেকেআরের মঈন আলির বোলিংয়ে শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন রিয়ান পরাগ । এরপর ১৪তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীকে আরেকটি ছক্কা হাঁকিয়ে তিনি এই অভূতপূর্ব রেকর্ড গড়েন। এর আগে আইপিএলে ক্রিস গেইল (২০১২), রাহুল তেওয়াটিয়া (২০২০), রবীন্দ্র জাদেজা (২০২১), রিঙ্কু সিং (২০২৩) এবং প্যারাগ নিজেই (২০২৫) এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছেন। তবে ছয়টি ছক্কার এই কীর্তি আইপিএলে এই প্রথম। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে যুবরাজ সিং, কাইরন পোলার্ড এবং দীপেন্দ্র সিং আইরি এক ওভারে ছয় ছক্কা মেরেছেন, কিন্তু আইপিএলে এটি ছিল অভূতপূর্ব।

রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে রাজস্থানের নেতৃত্ব দেওয়া রিয়ান পরাগ নম্বর ৪-এ ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তাঁর এই বিস্ফোরক ইনিংস রাজস্থানকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল। কিন্তু ১৮তম ওভারের চতুর্থ বলে হর্ষিত রানার বলে বড় শট খেলতে গিয়ে তিনি বৈভব অরোরার হাতে ধরা পড়েন। ততক্ষণে তিনি দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।

Advertisements

তবে রিয়ান পরাগের এই ক্যারিয়ার-সেরা ইনিংস সত্ত্বেও রাজস্থান রয়্যালস ম্যাচটি ১ রানে হেরে যায়। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা ২০৫ রানে থামে। এই হার রাজস্থানের এই মরশুমের নবম পরাজয়। ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। কেকেআরের হয়ে হর্ষিত রানা, মঈন আলি এবং বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন, আর বৈভব অরোরা একটি উইকেট পান।

ইডেনের এই ম্যাচে রিয়ান পরাগের ব্যাটিং দর্শকদের মুগ্ধ করলেও জয়ের জন্য তা যথেষ্ট হল না। তাঁর এই ইনিংস আইপিএলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।