শুরুটা ভাল করেও খেলতে পারছেন না লম্বা ইনিংস। চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) আবারও ভুল শট খেলে আউট হলেন রিয়ান পরাগ (Riyan Parag)। বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি।
‘রেগে বোতল ছুঁড়ে মেরেছিলেন!’ ‘ক্যাপ্টেন কুল’ সম্পর্কে বিস্ফোরক চেন্নাই তারকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রিয়ান পরাগ। ভারতের উঠতি প্রতিভাবান ব্যাটারদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। আগামী দিনে জাতীয় দলে জায়গা পাকা করার জন্য ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করা জরুরি। রিয়ান সেখানেই ব্যর্থ। ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটেও দ্রুত গতিতে রান তুলতে গিয়ে ভুল করে ফেলছেন অসমের এই ক্রিকেটার।
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া ‘এ’ বনাম ইন্ডিয়া ‘সি’ টিমের ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ২৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও শুরুটা করেছিলেন ভালভাবেই। ক্রিজে আসার পর মারেন দু’টো ওভার বাউন্ডারি। তারপর একাধিকবার বড় শট খেলার চেষ্টা করেছিলেন।
রিয়ান পরাগ আউট হলেন ৩১ বলে ২০ রান করে। সৌরভ কুমারের বলে ছয় মারতে গিয়েছিলেন। ব্যাটে বলে সংযোজন ঠিক মতো হয়নি। বল চলে গিয়েছিল বাউন্ডারি লাইনের ধারে উপস্থিত পরিবর্ত ক্রিকেটার আদিত্য ঠাকরের কাছে। আদিত্য বল তালুবন্দি করতে ভুল করেননি।
এই ৩ কারণে পয়েন্ট হাতছাড়া? মলিনা ব্যাখ্যা করলেন কারণ
রিয়ান ব্যাট করতে নামার আগে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া ‘এ’ দলের জন্য বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন প্রথম সিং (১২২ রান) ও অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল (৫৬ রান)। প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপ। তিন নম্বরে নেমে তিলক ভর্মা খেলেছেন ১৯৩ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস। অন্ততপুরের মাঠে এভাবে আউট হওয়ার পর রিয়ান নিজেও বিরক্তি প্রকাশ করেছেন।