অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ইন্টার কাশীর ফুটবলার গাইমার নিকুমকে (Gyamar Nikum) আই লিগ ২০২৩-২৪ মরসুমের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসাবে মনোনীত করেছে। নিকুম ইন্টার কাশীর হয়ে চারটি গোল করেছেন এবং তাঁর নামের পাশে রয়েছে একাধিক অ্যাসিস্ট।
এবারের আই লিগে ইন্টার কাশীর চতুর্থ স্থান অর্জন করেছে। ক্লাবের এই ফলাফলের পিছনে অরুণাচল প্রদেশের ১৯ বছর বয়সী এই ফুটবলারের অবদান রয়েছে নিশ্চিত।
মুম্বই সিটি এফসি থেকে লোনে ইন্টার কাশীতে যোগ দিয়েছিলেন নিকুম। ২০২৩ সালের জানুয়ারিতে নতুন ক্লাবে যোগ দিয়েছিলেন ভারতীয় ফুটবলের এই উঠতি ফুটবলার। তরুণ এই ফুটবলারকে দীর্ঘদিন ধরেই ‘ওয়ান্ডার বয়’ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
২০২১-২২ মরসুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে নজর কেড়েছিলেন। দলের হয়ে ১৮ টির মধ্যে ১৪ টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে করেছিলেন গোল। তাঁর করা গোলেই ডুরান্ড কাপে মোহনবাগানকে হারিয়েছিল রাজস্থান ইউনাইটেড।
𝐄𝐦𝐞𝐫𝐠𝐢𝐧𝐠 𝐏𝐥𝐚𝐲𝐞𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐒𝐞𝐚𝐬𝐨𝐧✨ @InterKashi's @nikumgyamar77 is a star in the making 🌟#IndianFootball ⚽️ pic.twitter.com/rtl8QZV3VG
— Indian Football Team (@IndianFootball) April 17, 2024
মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের ওই ম্যাচে স্টপেজ টাইমের করেছিলেন জয় সূচক গোল। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে গোল করেছিলেন। মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও গাইমার নিকুমের গোল রয়েছে।