একটিও ম্যাচ খেলতে পারবেন না ঋষভ, তবুও পাবেন আইপিএল চুক্তির ১৬ কোটি টাকা

Rishabh Pant better treatment

গাড়ি দুর্ঘটনায় ভয়ংকর চোট পেয়েছেন ঋষভ পন্ত। বিসিসিআইয়ের পাশাপাশি তার ফ্র্যাঞ্চাইজি দলও তাঁর পাশে দাঁড়াল। তিনি খেলতে পারবেন না আইপিএল। মাঠের বাইরে থাকবেন অন্তত ৬ মাস। তার মাঝে শুরু হবে আইপিএল। ম্যাচ না খেললে সাধারণত বেস প্রাইসটুকু দেওয়া হয়। এক্ষেত্রে তা হবে না। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি ঠিক করেছে তাঁকে তার বিডে ওঠা সমস্ত টাকাই দেওয়া হবে।

পন্ত ১৬ কোটি টাকা পাবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নামা অসম্ভব তাঁর। হাঁটুতে বড় অস্ত্রোপচার হয়েছে যে। ভারতীয় ক্রিকেটারদের অস্ত্রোপচার করা চিকিৎসক ড: দিনশ পারদিওয়ালাই উইকেটকিপার ব্যাটারর চিকিৎসা করছেন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়, সফল অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটারের। আশা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে এত দ্রুতও নয় যে একবারে আইপিএল খেলতে পারবেন। অন্তত ছয় মাস তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। হয়তো চলতি বছরে ভারতের হয়ে ম্যাচ খেলতে নাও দেখা যেতে পারে পন্তকে। তাঁর পরিবর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড ওয়ার্নার।

   

ভারতীয় বোর্ডের নিয়মানুযায়ী চোটের কবলে পড়া ক্রিকেটার আইপিএল খেলতে না পারলেও চুক্তির পুরো অর্থ তাঁকে দেবে বিসিসিআই। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ১৬ কোটি টাকার চুক্তি পন্থের। ২০২৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে না পারলেও পুরো অঙ্কের টাকা পাবেন তিনি।

আইপিএল ছাড়াও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি বাবদ বার্ষিক ৫ কোটি টাকা পান ঋষভ। সেই চুক্তিও বজায় রাখবে ভারতীয় বোর্ড। দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে যাওয়া ঋষভ পন্থের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে বিসিসিআই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন