গাড়ি দুর্ঘটনায় আহত উইকেট কিপার ঋষভ পন্ত (Rishav pant)। দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। হরিদ্বার জেলায় মাংলাউর ও নারসানের মাঝামাঝি এলাকায় এনএইচ ৫৮-র উপরে ক্রিকেটার ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনায় পড়ে। রুরকি সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় ক্রিকেটার
ঋষভ পন্থ।নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।