HomeSports Newsলর্ডসের চোট কাটিয়ে চতুর্থ টেস্টে পন্থের প্রত্যাবর্তন? জানালেন গিল

লর্ডসের চোট কাটিয়ে চতুর্থ টেস্টে পন্থের প্রত্যাবর্তন? জানালেন গিল

- Advertisement -

ইংল্যান্ড (England )সফরে লর্ডসের বেদনাদায়ক হার এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যায়নি। তৃতীয় টেস্টে মাত্র ২২ রানে হেরে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে (Manchester Test) শুরু হতে চলা চতুর্থ টেস্ট কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ হয়ে উঠেছে শুভমন গিলদের (Subhman Gill) জন্য। তবে চতুর্থ টেস্টের আগে আশার আলো দেখালেন অধিনায়ক গিল। তিনি দিলেন বড় আপডেট, চোট পাওয়া উইকেটকিপার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে।

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেললেও, সেই ম্যাচেই বাঁ হাতে চোট পান ঋষভ পন্থ। জসপ্রীত বুমরাহর একটি বল বাঁদিকে ডাইভ দিয়ে ধরতে গিয়ে আঙুলে গুরুতর চোট পান তিনি। ব্যথায় কাতরাতে থাকেন মাঠে। এরপর প্রায় পুরো ম্যাচেই উইকেটকিপিং করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে কিপিংয়ের দায়িত্ব সামলান তরুণ ধ্রুব জুরেল। দ্বিতীয় ইনিংসে পন্থ ব্যাট হাতে নামলেও, পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। মাত্র ৯ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান তিনি।

   

ঋষভ পন্থের এই চোট নিয়ে ভারতীয় শিবিরে দেখা দিয়েছিল উদ্বেগ। কারণ, তাঁর বিকল্প হিসেবে অভিজ্ঞ কিপার না থাকায় চাপের মুখে পড়ে দল। সেই কারণেই ম্যানচেস্টারে পন্থ খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয় ক্রিকেটমহলে। তবে মঙ্গলবার ম্যাচ-পূর্ব সাংবাদিক সম্মেলনে অধিনায়ক শুভমন গিল স্বস্তির খবর দিলেন গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের।

গিল বলেন, “পন্থ স্ক্যানে গিয়েছিল। ওর চোট গুরুতর নয়। বড় কোনও ফ্র্যাকচার ধরা পড়েনি। আমরা আশা করছি ও সম্পূর্ণ সুস্থ হয়ে ম্যানচেস্টারে খেলতে পারবে। ওর ফিটনেস পর্যবেক্ষণে রয়েছে। তবে ৯ দিনের বিরতি থাকায় আমরা আশাবাদী।”

এই মন্তব্য থেকে পরিষ্কার, পন্থকে নিয়ে ততটা ভয় নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগেই নেওয়া হবে। পন্থ খেলতে না পারলে ফের সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল, যিনি লর্ডস টেস্টে অনভিজ্ঞ হলেও সাহসিকতার সঙ্গে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন।

এদিকে, পন্থের পাশাপাশি দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়েও উঠেছে প্রশ্ন। তিনি লর্ডসে বেশ ক্লান্ত দেখিয়েছিলেন। তৃতীয় টেস্টে টানা বল করার ফলে তাঁকে বিশ্রামে পাঠানো হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে শুভমান গিল বলেন, “বুমরাহকে নিয়ে আমরা ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে কোনও নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।”

সিরিজে এখনও দু’টি ম্যাচ বাকি। ভারত যদি ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে পারে, তবে ওভালের পঞ্চম টেস্টে জয় এনে সিরিজ নিজের করে নেওয়ার সুযোগ থাকবে। কিন্তু তার জন্য প্রয়োজন পন্থের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পুরোপুরি ফিট থাকা এবং প্রথম একাদশে নামা।

২৩ জুলাই থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম লক্ষ্য হবে শক্তিশালী কম্বিনেশন গড়ে তোলা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই উন্নতির প্রয়োজন। লর্ডসের ভুলগুলো শুধরে নিয়ে এবার ম্যানচেস্টারে ঘুরে দাঁড়ানোর পালা।

Rishabh Pant injury update Subhman Gill hints comeback Indian Cricket Team vs England in Manchester Test

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular