Qatar WC: মরক্কোর কাছে লজ্জাজনক হারের পর বেলজিয়ামে চলছে গুলি, ভয়াবহ পরিস্থিতি

ভয়াবহ (Belgium) বেলজিয়ামে। বিশ্বকাপে (Qatar WC) মরোক্কোর কাছে পরাজয় হতেই ক্ষোভের আগুনে পুড়তে শুরু করল ইউরোপের অন্যতম সেরা ফুটবল খেলিয়ে ও শক্তিশালী অর্থনীতির দেশ বেলজিয়াম।…

Qatar WC: মরক্কোর কাছে লজ্জাজনক হারের পর বেলজিয়ামে চলছে গুলি, ভয়াবহ পরিস্থিতি

ভয়াবহ (Belgium) বেলজিয়ামে। বিশ্বকাপে (Qatar WC) মরোক্কোর কাছে পরাজয় হতেই ক্ষোভের আগুনে পুড়তে শুরু করল ইউরোপের অন্যতম সেরা ফুটবল খেলিয়ে ও শক্তিশালী অর্থনীতির দেশ বেলজিয়াম। চলছে গুলি। পুলিশ ছুঁড়ছে কাঁদানে গ্যাস। অগ্নিগর্ভ পরিস্থিতি।

BBC জানাচ্ছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দাঙ্গা ছড়িয়ে পড়েছে। হামলাকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলজিয়াম সরকার নামিয়েছে বিশেষ বাহিনী। রাজধানী শহর ব্রাসেলসের মেয়র জনতার কাছে আপিল করেছেন ধৈর্য ধরার।

রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম। আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবোখোলালের গোলে পরাজিত হয় রেড ডেভিলসরা।

Advertisements

খেলা শেষ হবার পর থেকে বেলজিয়ামের রাজধানীতে ছড়ায় ক্ষোভের আগুন। উত্তেজিত জনতা শুরু করেন ভাঙচুর।

Al jazeera জানাচ্ছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। পুরো বেলজিয়াম জুড়ে সংঘর্ষ ছড়ানোর প্রবল আশঙ্কা।