ভারতীয় দলের নতুন তরুণ ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) মাঠে ব্যাট করার সময় ঝড় তোলেন। ভয়ডরহীন স্টাইলে রান করেন। তবে আপনি কি জানেন যে এই ব্যাটসম্যান ভূতকে এতটাই ভয় পান যে তিনি রাতে নিজের ঘরে একা ঘুমাতেও পারেন না।
সূর্যকুমারের ব্যাটে চার-ছয়, নিরাশ করলেন শ্রেয়স, সংকটে দল
সম্প্রতি এমনটাই জানিয়েছেন স্বয়ং রিঙ্কু সিং। রিঙ্কু স্বীকার করেছেন যে তিনি রাতে বদ্ধ ঘরে একা ঘুমাতে ভয় পান। এমন একটি সময় ছিল যখন তিনি রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত একেবারেই ঘুমাতে পারতেন না। রিঙ্কু সিং আরও জানিয়েছেন যে আইপিএল চলাকালীন তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু অনুকূল রায়ের সঙ্গে ঘুমাতেন।
রিঙ্কু সিং তাঁর ভয়ের কথা খোলাখুলি বলেছেন এবং ভূতে ভয় পাওয়ার কারণও জানিয়েছেন। বিস্ফোরক এই ব্যাটার জানিয়েছেন, ‘আইপিএলে অনুকুলের সঙ্গে ঘুমাই। অনুকুল আমার রুমে থাকে কারণ আমি ভয় পাই। দু’জন একসাথে ঘুমাই। দু’জনে থাকলে লাইট বন্ধ থাকে। কিন্তু রুমে একা থাকলে লাইট জ্বালিয়ে ঘুমাই।’
এই ব্যাটসম্যান আরও বলেন, ‘আগের থেকে কিছুটা ধাতস্থ হয়েছি। লোকে বলে ভূতের সময় ভোর তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত। রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত যে সময় ঘুমাতাম না। এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। একা একা ঘুমাই। ভয় পেলে কারো রুমে ঘুমাই। চারটার পর ভাল ঘুম হয়।’
৫০ কোটি টাকায় রোহিতকে দলে নিচ্ছেন? স্পষ্ট উত্তর দিলেন গোয়েঙ্কা
রিঙ্কু সিং বর্তমানে ইউপি টি-টোয়েন্টি লিগে খেলছেন। এই টুর্নামেন্টে তিনি মিরাট মারউইকসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।