রান করলেই নিশ্চিত প্রত্যাবর্তন, নিজেকে প্রমাণের মরিয়া চেষ্টায় কেকেআর তারকা

সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। মাঠের বাইরে বসেই দলকে বিশ্বজয়ী হতে দেখেছেন তিনি। তবে আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে…

Cricketer Rinku Singh's Father Still Delivers Gas Cylinders

সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। মাঠের বাইরে বসেই দলকে বিশ্বজয়ী হতে দেখেছেন তিনি। তবে আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে দেশের হয়ে সাদা জার্সি গায়ে মাঠে নামতে মরিয়া কেকেআর তারকা রিঙ্কু সিং (Duleep Trophy 2024)। আর এই সুবাদেই আসন্ন দলীপ ট্রফিকে পাখির চোখ করে নির্বাচকদের নজরে আসতে চান বাঁ হাতি ব্যাটার। যদিও দলীপের প্রথম ম্যাচে চারটি দলের হয়েই ‘উপেক্ষিত’ ছিলেন রিঙ্কু।

বিশ্বকাপের দলে তাঁর না থাকাটা অবাক করেছিল ভারতীয় ক্রিকেটভক্তদের। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মারাও জানিয়েছিলেন, রিঙ্কুকে প্রথম ১৫-য় না রাখতে পেরে তাঁরাও দুঃখিত। তারপর গম্ভীর জমানায় শ্রীলঙ্কা সফরে সুযোগ পান। কিন্তু সেখানেও খুব একটা সাড়া জাগানো পারফরম্যান্স করতে পারেননি তিনি। এছাড়াও দলীপ ট্রফির প্রথম পর্বেও খেলার সুযোগ পাননি তিনি। তবে প্রথম পর্বে সুযোগ না পেলেও সমর্থকদের আশ্বস্ত করে এক সংবাদমাধ্যমকে রিঙ্কু বলেন, ” দলীপের প্রথম রাউন্ডের জন্য প্র্যাকটিস করেছিলাম। আমি নিজেকে সবধরনের ক্রিকেট খেলার জন্যই প্রস্তুত করেছি।সুযোগ পেলেই দ্বিতীয় রাউন্ডে নিজেকে উজাড় করে দেব।”

   

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত – বাংলাদেশ সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে যাঁরা রয়েছেন, তাঁরা কেউ দলীপের দ্বিতীয় রাউন্ডের ম‌্যাচ খেলবেন না। তাই দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রিঙ্কুকে দেখা যেতে পারে। তবে কোন দলের হয়ে তিনি খেলবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে ইন্ডিয়া বি দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে। তবে সব মিলিয়ে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) পারফরম্যান্স করেই যে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ফিরতে চাইছেন কেকেআর তারকা সেকথা বলাই বাহুল্য।