মুম্বাইয়ের বিরুদ্ধে জোড়া রেকর্ডের হাতছানি রিঙ্কুর সামনে

আইপিএল ২০২৫-এর ১২ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI vs KKR)-এর সঙ্গে। ৩১ মার্চ ২০২৫, ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই আইকনিক…

KKR star Rinku Singh in IPL 2025 as captain

আইপিএল ২০২৫-এর ১২ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI vs KKR)-এর সঙ্গে। ৩১ মার্চ ২০২৫, ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই আইকনিক প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই উত্তেজনার শিখরে পৌঁছে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। কেকেআর একটি ম্যাচে জয় আর একটিতে হার নিয়ে মাঠে নামছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দুটি ম্যাচই হেরেছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম জয়ের লক্ষ্যে সোমবার মাঠে নামবে। তবে এই ম্যাচে সবার নজর একজনের ওপর—কেকেআর-এর মিডল অর্ডারের ঝড় রিঙ্কু সিং (Rinku Singh)। এই মরশুমে রিঙ্কু এখনও ছন্দে ফিরতে পারেননি, প্রথম ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে করেছেন মাত্র ১২ রান।

Also Read | হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ সানরাইজার্সের

   

২০২৪ আইপিএল-ও রিঙ্কুর(Rinku Singh) জন্য খুব একটা স্মরণীয় ছিল না। ১১ ইনিংসে ১৬৮ রান, গড় মাত্র ১৮.৬৬—এই পরিসংখ্যান তার ক্ষমতার কাছে পৌঁছয়নি। তবে আমরা সবাই জানি, রিঙ্কু বেশিক্ষণ চুপ থাকে না। ২০২৩-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার সেই অবিশ্বাস্য প্রদর্শন—যখন শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন—এখনও আমাদের মনে জ্বলজ্বল করে। মুম্বাইয়ের বিরুদ্ধে যদি আজ তার ব্যাটে আগুন জ্বলে ওঠে। তাহলে কিছু মাইলফলক একের পর এক ভেঙে পড়বে।

Advertisements

Also Read | স্টিফেনের গোল, নর্থইস্টের বিপক্ষে এগিয়ে জামশেদপুর

রিঙ্কুর (Rinku Singh)টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি ১৪৬টি ছক্কা হাঁকিয়েছেন—মাত্র চারটি ছক্কার দূরত্বে রয়েছে ১৫০ ছক্কার মাইলফলক। ওয়াংখেড়ের সমতল পিচ আর ছোট বাউন্ডারি এই কাজটাকে আরও সহজ করে দিতে পারে। আর শুধু ছক্কা নয়, চারের দিক থেকেও রিঙ্কু পিছিয়ে নেই। টি-টোয়েন্টিতে তার চারের সংখ্যা ২৪২—২৫০ পূর্ণ করতে দরকার আর মাত্র আটটি চার। ৪০ কিংবা ৫০ রানের একটি ইনিংসই এই রেকর্ড তার হাতের মুঠোয় এনে দিতে পারে। মুম্বাইয়ের (MI vs KKR)বোলিং আক্রমণ মাঝেমধ্যে দুর্বলতা দেখায়, আর রিঙ্কু নিশ্চয়ই সেই সুযোগ কাজে লাগাতে চাইবে।

আইপিএলের কথা আলাদা। এখানে রিঙ্কু ৪৬টি ছক্কা মেরেছেন, আর চারটি ছক্কা হাঁকালেই তিনি ৫০ ছক্কার ক্লাবে ঢুকে পড়বেন। ৫ বা ৬ নম্বরে ব্যাট করেও এই অর্জন তার বিধ্বংসী ক্ষমতার প্রমাণ। ম্যাচ যদি শেষ মুহূর্তে গড়ায় আর রিঙ্কু ক্রিজে থাকেন, তাহলে এই মাইলফলকের পাশাপাশি ম্যাচ জয়ের গল্পটাও তিনি লিখে ফেলতে পারেন।