ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলতে পারে দিল্লি-রাজস্থান কাঁপানো বিদেশি!

ভুটানে গিয়ে AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টবেঙ্গল যে গ্ৰুপে রয়েছে সেই একই গ্ৰুপে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা…

ভুটানে গিয়ে AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টবেঙ্গল যে গ্ৰুপে রয়েছে সেই একই গ্ৰুপে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি। এই চারটি দল নিয়ে চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্ৰুপ। ভারতে খেলে যাওয়া একাধিক বিদেশি ফুটবলার রয়েছেন পারো এফসির স্কোয়াডে। যাদের মধ্যে অন্যতম রিচার্ড গ্যাডজে।

Advertisements

ইচ্ছা করে ডাবল সেঞ্চুরি করতে দেননি পাকিস্তানের অধিনায়ক! ১ ঘন্টা আগেই প্ল্যান চূড়ান্ত

   

ঘানার স্ট্রাইকার রিচার্ড গাদজে ২০২৩ ভুটান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন পারো এফসিতে স্থায়ী চুক্তিতে যোগ দিয়েছিলেন। ৩০ বছর বয়সী গাডজে ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডায়নামোজের পর আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। সেখান থেকে থান্ডার কিংডম ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। ঘানার জাতীয় দলের হয়েও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০১৫ সালে গ্যাডজে প্রসঙ্গে দিল্লি ডায়নামোজের কোচ রবার্তো কার্লোস বলেছিলেন, ‘গাদজে দারুণ টেকনিক, গতি, পাওয়ার ও ফিনিশিং দক্ষতা সম্পন্ন একজন প্রতিভাবান ফুটবলার।’ দিল্লির এই ক্লাবটির পরপর দুই মরশুমে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন ঘানার ফুটবলার। সেই সঙ্গে করেছিলেন একাধিক গোল। ভুটানে যে ক’জন হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার রয়েছেন, রিচার্ড গ্যাডজে তাদের মধ্যে একজন।

গ্ৰুপ সেরা হলে নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাওয়া যাবে। পাঁচটি গ্ৰুপের ক্ষেত্রে এই নিয়ম একই। শীর্ষ দলগুলো ছাড়া ‘এ’ থেকে ‘সি’ গ্ৰুপের সেরা রানার-আপ একটি দল যাবে পরের পর্বে। গ্ৰুপ ‘ডি’ ও গ্ৰুপ ‘ই’ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট পাবে প্রথম স্থানে থাকা দু’টি দল। ইস্টবেঙ্গল ‘এ’ গ্ৰুপে রয়েছে। ইস্টবেঙ্গল যদি তাদের গ্ৰুপের সেরা দল হয় তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে। নাহলে পশ্চিম এশিয়ার দলগুলোর মধ্যে হতে হবে সেরা রানার-আপ টিম।

Mohun Bagan SG: ডুরান্ড চললেও মলিনা ‘আসল’ মরশুম শুরুর অপেক্ষায়

গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফের ম্যাচে পরাজিত হওয়ার কারণে লাল-হলুদ ব্রিগেডকে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে হবে।