মহিলা ক্রিকেটে (Women’s IPL) এমন রান তাড়া করে জয় সাধারণত হয় না। সেই অসাধারণ কাজটাই করে দেখিয়েছেন বঙ্গ তনয়া রিচা ঘোষ (Richa Ghosh)।
মহিলাদের আইপিএলের প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জেতার জন্য ৬ ওভারে ৭৯ রান দরকার ছিল আরসিবির! মহিলাদের ক্রিকেটে এরকম রান চেজ সচরাচর হয় না! কিন্তু, ক্রিজে ছিলেন বঙ্গতনয়া রিচা ঘোষ! ২৭ বলে ৬রানের অসাধারণ ইনিংস খেলে ৯ বল বাকি থাকতেই আরসিবিকে ম্যাচ জিতিয়ে ফিরলেন! ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশ! পাওয়ার এবং প্লেসমেন্টের এক দুর্দান্ত সংমিশ্রণ বাংলার রিচা।
রিচার সঙ্গে এলিস পেরি (৩৪ বলে ৫৭) এবং কণিকা আহুজার (১৩ বলে ৩ নট আউট) ব্যাটিংয়ের উপর ভর করে WPL ইতিহাসের সর্বাধিক রান চেজ (২০২) করে জিতল আরসিবি!
আরসিবির ছিল ২০২ রানের টার্গেট। যতই ভালো ব্যাটার থাকুক, এত বড় টার্গেট যে তাড়া করা সম্ভব, কল্পনার বাইরে ছিল মহিলা ক্রিকেটে। কারণ, এমনটা হয়নি কোনওদিন। তার উপর ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা। গুজরাট জায়ান্টস অধিনায়ক গার্ডনার ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ২ রান দিয়ে স্মৃতি মান্ধানা ও ড্যানি ওয়্যাটকে ফেরান। ১৪ রানের মধ্যে ২ উইকেট খুঁইয়ে ধুঁকছিল আরসিবি।
সেই খেলাই ঘুরিয়ে দেন রিচা ঘোষ। ক্রিজে এসে প্রথম বলেই বড় শট খেলেন। কনিকা আহুজার সঙ্গে অবিশ্বাস্য পার্টনারশিপ রিচার। পঞ্চম উইকেটে ৩৯ বলে ৯৩ রান যোগ করে এই জুটি। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন রিচা। ২৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস। ৭টি বাউন্ডারি এবং ৪টি ছয়। কনিকা করেন ১৩ বলে ৩০। ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটের বিশাল জয়।
তবে ভারতীয় মহিলা ক্রিকেটে এই ছবি নতুন নয়। এই ক্রিকেটটাই খেলেন রিচা। তবে এত বড় রান তাড়া করাতে অনেক সময় শেষ পর্যন্ত জয় অধরাই থেকেছে। সেই খেলা ঘুরিয়ে দিলেন রিচা। বলাই যায় রিচা ঘোষ! হোয়াট আ প্লেয়ার! হোয়াট আ প্লেয়ার!