পুলিশের সক্রিয়তা নিয়ে মুখ খুললেন এআইএফএ সভাপতি

আরজি কর কাণ্ডে (RG Kar Rape-Murder Case) তোলপাড় গোটা দেশ। যারফলে আইনি নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হয় ডুরান্ডের ডার্বি ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ…

AIFA President Kalyan Chaubey Speaks Out on Police Action

আরজি কর কাণ্ডে (RG Kar Rape-Murder Case) তোলপাড় গোটা দেশ। যারফলে আইনি নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হয় ডুরান্ডের ডার্বি ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ বাতিল হলেও রবিবার বিকেলে স্টেডিয়ামের বাইরে মিছিলে সামিল হন ময়দানের তিন প্রধানের সদস্যরা। যা নিয়ে পরবর্তীতে রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম চত্বর। আটক করা হয় বেশকিছু সমর্থকদের।

যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় তাঁদের সকলকে। তবে শুধুমাত্র সমর্থকরাই নয়, এদিন প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ডার্বির পাশাপাশি কলকাতা থেকে ম্যাচ সরানো নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আজকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মরসুমের প্রথম ডার্বি ম্যাচ ছিল। সমর্থকদের প্রতিবাদ রুখতে আজ যেই পরিমান পুলিশ এখানে দেওয়া হয়েছিল তার অর্ধেক পুলিশ দিলেই খেলা পরিচালনা করা যেত।’

   

তিনি আরোও বলেন, ‘কলকাতা হল ফুটবলের মক্কা। এখানে বিপুল পরিমাণ সমর্থক রয়েছে। তাহলে কেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের ম্যাচ জামশেদপুর ও শিলংয়ে দেওয়া হবে। ফুটবল সমস্ত রাজনীতি, ধর্মের উর্দ্ধে। আমার বিশ্বাস এখানে ম্যাচ হলে কোনও অশান্তি হবে না। সবাই শান্তিপূর্ণভাবে খেলা দেখতে পারবেন। তবে হ্যাঁ আরজি করে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রতিবাদে সকলে জমায়েত হয়েছেন তাঁরা সকলেই ফুটবলপ্রেমী। সকলেই চান দোষীদের খুব শীঘ্রই ধরা হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক।’

এছাড়াও এদিন সন্ধ্যায় তিন প্রধানের সমর্থকদের সঙ্গে প্রতিবাদ মিছিলে সস্ত্রীক অংশগ্রহণ করেন মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটাল। তাঁর হাতে ও দেখা যায় ‘উই ওয়ান্ট জাস্টিসের’ প্ল্যাকার্ড। সেইসাথে নেট মাধ্যমে ও আরজি কর কান্ডের তীব্র নিন্দা করেছেন বাংলার একাধিক তারকা ফুটবলার।