পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে হাইভোল্টেজ ম্যাচ। ডেভেলপমেন্ট লিগের (RFDL) এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের বিপক্ষে লড়াই করছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে উভয় দলের তরফে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে গোলশূন্য ফলাফলেই শেষ হল ম্যাচের প্রথম ভাগ। এই লড়াই বজায় রেখে দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলাই অন্যতম লক্ষ্য দুই প্রধানের।
বলাবাহুল্য, এবারের এই ডেভলপমেন্ট লিগে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। শেষ কয়েকটি ম্যাচে কার্যত খরকুটোর মতো উড়ে গিয়েছে উভয় দলের প্রতিপক্ষ। স্বাভাবিকভাবেই আজ যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দলের ফুটবলাররা। তাই প্রথম থেকেই তুল্যমূল্য লড়াই দেখা যায় নৈহাটি স্টেডিয়ামে। বল দখলের লড়াইয়ের প্রথম থেকেই একে অপরকে টিক্কা দেওয়ার কঠিন চ্যালেঞ্জ ছ লভানলালপেকা গুইতে থেকে শুরু করে মিংগমা শেরপাদের। এক্ষেত্রে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোলের মুখ খোলার সুবর্ণ সুযোগ চলে এসেছিল সবুজ-মেরুনের কাছে।
১৮ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন সুহেল আহমেদ ভাট। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল বক্সে ঢুকে পড়লেও বলটি সঠিক ভাবে রাখা সম্ভব হয়নি। পোস্টের পাশ দিয়েই বেরিয়ে যায় বল। তারপর বেশ কিছুটা সাবধানের সাথেই রক্ষণভাগ থেকে বল সাজিয়ে উপরে উঠতে থাকে ইস্টবেঙ্গল। প্রায় ২১ মিনিটের মাথায় ভানলালপেকা গুইতে বাগান গোল পোষ্টের দিকে শট নিলেও সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। এভাবেই চলতে থাকে তুল্য মূল্য লড়াই। ম্যাচের ৪২ মিনিটের মাথায় বল দখলের লড়াইকে ঘিরে বিবাদে জড়িয়ে পড়েছিলেন দুই দলের ফুটবলাররা।
যারফলে হলুদ কার্ডও দেখতে হয় উভয় দলের ফুটবলারদের। নির্ধারিত ৪৫ মিনিটের পর অতিরিক্ত তিন মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু ফলাফল থাকে অপরিবর্তিত।
