সিনিয়র টুর্নামেন্ট ও জুনিয়র টুর্নামেন্টের মধ্যে অনেক পার্থক্য। RFDL তার জ্বলন্ত প্রমাণ। তৃণমূল স্তরে যে দলের কাজ ভালো হবে তারাই এগিয়ে থাকবে উঠতি প্রতিভাদের নিয়ে গড়া লিগে। ময়দানের দুই ও প্রধানের বিরুদ্ধেই ভালো পারফর্ম করে দেখিয়েছে অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেড অ্যাকাডেমি।
শুক্রবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করল অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেড অ্যাকাডেমি। রাজ বাস্ফোর বাগানের হয়ে গোল করলেও দলের পরাজয় রোখার জন্য সেটা যথেষ্ট ছিল না। মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে পরাজিত করেছে অ্যাডামাস।
A late goal from Raj Basfore is not enough as our young boys take a lesson home. @rfyouthsports @reliancefoundation #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #RelianceFoundation pic.twitter.com/zd7B0HWA7r
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 8, 2024
বিরতির আগেই বাগানকে দুই গোল দিয়ে দিয়েছিল অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেড অ্যাকাডেমি। ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দেওয়ার চেষ্টা করেছিল বাগান। যার ফলে এসেছে একটি গোল। তবে ঠেকানো যায়নি পরাজয়।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ভালো খেলেছিল অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেড অ্যাকাডেমি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করেছিল ম্যাচ। এই ম্যাচেও অ্যাডামাস জিততে পারতো। বুদ্ধিদীপ্ত পাসিং ফুটবল খেলে গোল করার মতো জায়গায় যেতে পারছে অ্যাকাডেমির তরুণ ছেলেরা। টুর্নামেন্টের বাকি অংশেও অ্যাডামাস এই ফর্ম বজায় রাখতে চাইবে।