ইউনাইটেড স্পোর্টসকে গোলের মালা, ডার্বির আগে চনমনে সবুজ-মেরুন

দুরন্ত জয়ের মধ্য দিয়ে এবারের রিলায়েন্স ডেভেলপমেন্ট (RFDL)লিগ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক কথায় যেটাকে বলে চ্যাম্পিয়নস স্টার্ট। গত কয়েকদিন আগেই কল্যাণীর বুকে ছিল…

rfdl-mohun-bagan-super-giant-united

দুরন্ত জয়ের মধ্য দিয়ে এবারের রিলায়েন্স ডেভেলপমেন্ট (RFDL)লিগ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক কথায় যেটাকে বলে চ্যাম্পিয়নস স্টার্ট। গত কয়েকদিন আগেই কল্যাণীর বুকে ছিল প্রথম ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল বেঙ্গল ফিউচার চ্যাম্পস।

Advertisements

সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছিল ছেলেরা। তারপর সেই ধারাবাহিকতা বজায় ছিল গত ভিক্টোরিয়া ম্যাচে। সেখানেও বড় ব্যবধানে এসেছিল জয়। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছিল মেরিনার্সরা। যেখানে আজ তাঁদের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

   

রেনেডি সিংয়ের তত্ত্বাবধানে আইএসএলে নামছে বেঙ্গালুরু

সম্পূর্ণ সময় শেষে ৮-০ গোলের ফলাফলে জয় সুনিশ্চিত করেছে বাগানের জুনিয়র দল। এদিন চারটি গোল পেয়েছেন সুহেল আহমেদ ভাট। একটি করে গোল করে করেছেন আদিত্য, রেমসন, পাসাং দর্জি তামাং এবং মিংমা শেরপা। আসন্ন ডার্বি ম্যাচের আগে তাঁদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আতঙ্কে ফেলে দিতে পারে প্রতিপক্ষ পড়শী ক্লাবকে।

ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গলের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হলেও এদিন একেবারেই তথৈবচ পারফরম্যান্স থাকল ময়দানের শক্তিশালী দল তথা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। বাগান আক্রমণ ঠেকাতে কার্যত নাস্তানাবুদ হতে হল ইউনাইটেডের ডিফেন্ডারদের।

এদিন ও সকলে নজর কাড়লেন সুহেল আহমেদ ভাট। এছাড়াও দুরন্ত পারফরম্যান্স করলেন পাসাং দর্জি তামাং থেকে শুরু করে শেরপা’রা। আগামী ২৫শে জানুয়ারি নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামের বুকে আয়োজিত হতে চলেছে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের বহু আলোচিত ডার্বি ম্যাচ।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, বড় ম্যাচের আগে জয়ের সরণীতে রয়েছে দুই প্রধান। কাজেই এবারও যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Advertisements