রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে (RFDL) দুরন্ত ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকালে বারাকপুর স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ডায়মন্ড হারবার এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে মোহনবাগান। দলের হয়ে এদিন গোল পান যথাক্রমে থুমসল টংসিন এবং সুহেল আহমেদ ভাট। এই নিয়ে খুশি সমর্থকরা। আসন্ন ডার্বি ম্যাচের আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।
এদিন যথেষ্ট আত্মবিশ্বাসের সাথেই ম্যাচ শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধে টংসিনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর দ্বিতীয়ার্ধে দলের হয়ে গোল করে যান সুহেল আহমেদ ভাট। এছাড়াও এই ম্যাচে লাল কার্ড দেখতে হয় দুই দলের দুই ফুটবলারকে। যেটা নিঃসন্দেহে হতাশাজনক সকলের কাছেই। তবে এই জয়ের ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের। বলাবাহুল্য, গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ও এই টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু করেছে মোহনবাগান।
একের পর এক ম্যাচে সহজেই আসে। গত কয়েকদিন আগেই কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছিল সবুজ-মেরুন। তারপর আজ বসন্ত পঞ্চমীর সকালে কলকাতার আরেক শক্তিশালী ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে জয়। নিঃসন্দেহে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে সকলকে। হাতে একটা দিন তারপর আগামী ২৫শে জানুয়ারি নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্টের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। সেখানেও জয় পাওয়ার লক্ষ্য থাকবে বাগানের।
