Lionel Messi: পেলে-মারাদোনাও এমন দেখেননি, বিপুল ভোটে দাবি মেসির নামেই শহর হোক

দুই ফুটবল কিংবদন্তি পেলে ও মারাদোনা অতীত। তাঁদের নিয়ে বিশ্বজনীন জনপ্রিয় উপন্যাস লেখা যায়। তবে জীবদ্দশায় তাঁরা যেমনটি দেখেননি তেমনটি দেখতে চলেছেন (Lionel Messi) মেসি।…

Lionel Messi

দুই ফুটবল কিংবদন্তি পেলে ও মারাদোনা অতীত। তাঁদের নিয়ে বিশ্বজনীন জনপ্রিয় উপন্যাস লেখা যায়। তবে জীবদ্দশায় তাঁরা যেমনটি দেখেননি তেমনটি দেখতে চলেছেন (Lionel Messi) মেসি। তাঁর নামেই একটি শহরের নামকর়ণের জন্য বিপুল ভোট পড়ল।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল কিংবদন্তি মেসির জন্মস্থান সান্তা ফেরে একটি নতুন এলাকা তৈরি হয়েছে। গত এপ্রিল থেকে সেখানে বাসিন্দারা বসবাস শুরু করেছেন। ওই এলাকার নাম রাখা হয়েছে বারিও রাফায়েল। তবে এলাকার নাম পাল্টে মেসির নামে করার প্রস্তাব করেছেন এলাকাবাসী। সেজন্য বিপুল ভোট দিয়েছেন তারা। 

তবে শহরের নাম রাখা করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে বর্তমানে রাফায়েল শহরের পুরনো কিছু আইনি অনুমোদনের অপেক্ষায়। সবকিছু ঠিক হলে তবেই মেসির নামে রাখা হবে অঞ্চলটির নাম। এর আগে  মেসির নামে হাউজিং কমপ্লেক্সের নামকরণ করেছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। গত ২৫ মার্চ সেটি ‘লিওনেল আন্দ্রেস মেসি’ নামে উদ্বোধন করা  হয়।

Advertisements

১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনা বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। এরপর ঠিক ৩৬ বছরের মাথায় লিওনেল মেসি আবারও বিশ্বকাপ জেতান আর্জেন্টিনাকে। তবে মারাদোনার আগে আর্জেন্টিনার প্রথমবার বিশ্বকাপ জয় ছিল বিতর্কিত। সেই ঘটনা রাজনৈতিক ও ক্রীড়া দুনিয়ায় কলঙ্কিত বলে চিহ্নিত।