এএফসি কাপ অভিযানে নামতে চলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। তার আগে কোমড় বেঁধেছেন মোহনবাগান সমর্থকরা। দেওয়ালে পড়ছে রিমুভ এটিকে লেখা পোস্টার।
Advertisements
হাওড়ার বালি সবুজ মেরুন সমর্থকদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে এটিকে নামের বিরুদ্ধে জমেছে ক্ষোভ। যা এএফসি কাপ অভিযান শুরুর আগে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। বালিখালের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার।
বালিখালের ৫৪ নম্বর বাস স্ট্যান্ড, বালিখাল খিদিরপুর মিনি বাস স্ট্যান্ড চত্বরে পড়েছে বহু পোস্টার। যেখানে লেখা রয়েছে, “Remove ATK. Only Mohun Bagan. Respect the legacy.”
Advertisements
ইতিমধ্যে শহরে এসে গিয়েছে শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। খাতায় কলমে দ্বীপ রাষ্ট্রের দলটির তুলনায় শক্তিশালী এটিকে মোহন বাগান।


