এফসি গোয়া ম্যাচের আগে স্বস্তি ফিরল ATK মোহনবাগানে

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের (Mohun Bagan) পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচের আগে সবুজ মেরুন শিবিরে স্বস্তির হাওয়া বয়ে এলো। লিগে মুম্বই…

ATK Mohun Bagan tactics again city AFC Cup

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের (Mohun Bagan) পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচের আগে সবুজ মেরুন শিবিরে স্বস্তির হাওয়া বয়ে এলো।

লিগে মুম্বই সিটি এফসি ম্যাচে লেনি রড্রিগেজ দূটো হলুদ কার্ড দেখার কারণে ফুটবলের নিয়ম অনুসারে তা লাল কার্ড হিসেবে গণ্য হওয়ায় মাঠের বাইরে চলে যেতে হয়।এর জেরে এক ম্যাচ সাসপেন্ড হতে হয় রড্রিগেজকে।

Advertisements

এদিকে রিপোর্ট পাওয়া যায়নি কটা ম্যাচের জন্য এই সাসপেনন্স। তাই রিপোর্ট যেহেতু পাওয় যায়নি তাই এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে লেনি রড্রিগেজকে মেরিনার্সরা পাবে এটা এখনও অব্দি পরিস্কার।প্রসঙ্গত,মুম্বই ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে লেনি রড্রিগেজ বল যুদ্ধে জড়িয়ে পড়ায় সাসপেন্ড হতে হয়।এফসি গোয়া ম্যাচের আগে লেনির ফিরে আসা স্কোয়াডে নিঃসন্দেহে স্বস্তির খবর সবুজ মেরুন স্কোয়াডের জন্য।