East Bengal: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে সাদা-কালো বধ করতে মরিয়া মশালবাহিনী

East Bengal Reserves Football Team in action

চলতি ফুটবল মরশুমের শুরুতে সিনিয়র দলের খুব একটা ছন্দ না থাকলেও সমর্থকদের যথেষ্ট নজর কেড়েছে দলের জুনিয়র ফুটবলাররা। রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের (Reliance Development League) শুরু থেকেই ফুড়ফুড়ে মেজাজে ধরা দিয়েছেন তুহিন-জেসিনরা। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।

তারপর নিউ আলিপুর সুরুচি ও ওডিশা এফসির মতো দল গুলিকে ও সহজভাবে পরাজিত করে বিনো জর্জের ছেলেরা। এমনি তারা আটকে দিয়েছিল এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দল কে। মাঝখানে জামশেদপুর এফসির বিপক্ষে অনবদ্য লড়াই করে পরাজিত হতে হলেও ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোটিং ক্লাবকে হারিয়ে ফের জয়ের সরনীতে ফেরে লাল-হলুদ ব্রিগেড। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব। তবে এবার ইস্ট জোন কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি দুই প্রধান।

   

একদিকে ইমামি ইস্টবেঙ্গল অন্যদিকে মহামেডান স্পোটিং ক্লাব। চলতি এই ডেভলপমেন্ট লিগের গ্রুপ ম্যাচে ২-০ গোলে লাল-হলুদের কাছে পরাজিত হয়েছিল সাদা-কালো ব্রিগেড। আজ ও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার লড়াই ইস্টবেঙ্গলের। অন্যদিকে গত ম্যাচের বদলা নিতে মরিয়া মহামেডানের দিপু – উইলিয়ামরা। উল্লেখ্য, এবারের এই রিলায়েন্স কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের জন্য আইলিগের দুই তরুন ফুটবলারদের সই করিয়েছিল দেবরাজ চ্যাটার্জীর সাদা-কালো ব্রিগেড। যাদের দুজনের পারফরম্যান্স ই যথেষ্ট নজরকাড়া। তাদের মধ্যে উইলিয়ামের পারফরম্যান্সে যথেষ্ট খুশি মহামেডান। চলতি এই লিগে এখনো পর্যন্ত ৫ টি গোলের নায়ক এই তারকা।

আগামী দিনে এই তারকার কাঁধে ভর করেই সাফল্যের সরনীতে পৌঁছতে চায় রেড রোডের এই ক্লাব। তবে গত কয়েকদিন আগেই সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বে গোকুলাম কেরালা এফসির কাছে নাস্তানাবুদ হয়েছিল মহামেডান। যা নিয়ে হতাশ দলের সমর্থকরা। তাই আজ জয় পেয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া সাদা-কালো ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন