Rehenesh T P: মুম্বাইতে যোগদান করে কী বললেন রেহেনেশ?

গত মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকে রেহেনেশের (Rehenesh T P) যোগদানের কথা জানিয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। শেষ সিজনে জামশেদপুর এফসির হয়ে খেললেও…

tp rehenesh

গত মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকে রেহেনেশের (Rehenesh T P) যোগদানের কথা জানিয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। শেষ সিজনে জামশেদপুর এফসির হয়ে খেললেও খুব একটা সাফল্য পাননি এই ভারতীয় গোলরক্ষক। সেজন্য এবার তাকে ছেড়ে দেয় জামশেদপুর ম্যানেজমেন্ট।

তারপরের দিন এই ফুটবলারের নাম ঘোষণা করে রনবীর কাপুরের ফুটবল ক্লাব। মরশুম শেষেই তারা বিদায় জানিয়েছিল রিজার্ভ গোলরক্ষক মহম্মদ নাওয়াজকে। পরবর্তীতে তাকে দলে টেনে নেয় ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। আসন্ন সিজনে দক্ষিণের এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলবেন নাওয়াজ।

   

অন্যদিকে, মুম্বাইয়ে টি পি রেহনেশ। দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, দেশের অন্যতম সফল এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। তাদের সাথে নিজের নতুন যাত্রা শুরু করতে পেরে আমি খুশি। গত কয়েক বছরে এই দলটি যথেষ্ট ব্যাতিক্রমী থেকেছে। দেশীয় স্তরে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ও পারফরম্যান্স করেছে। এমন প্রতিভাবান দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমি এই দলের হয়ে অবদান রাখতে যথেষ্ট আগ্রহী। তাদের সাফল্য পাওয়ার ক্ষেত্রে আমি পুরো চেষ্টা করবো।

উল্লেখ্য, গত সিজনে অল্পের জন্য আইএসএলের লিগশিল্ড হাতছাড়া হয়েছিল পেট্রো ক্র্যাটকির ছেলেদের। পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে। তবে সেসব ভুলে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বাই সিটি।