রয় কৃষ্ণা (Roy krishna) কোন দলে যাবেন সেটা এখনও জানা যায়নি। তবে তাঁকে নিয়ে জল্পনা অব্যহত রয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে ভারতীয় ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা। বিশেষত সবুজ মেরুন শিবির সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি।
জুন মাসের শেষের দিকের খবর অনুযায়ী, রয় কৃষ্ণা এবং ইস্টবেঙ্গল সম্পর্কিত জল্পনার ইতি ঘটেছে। মনে করা হচ্ছে ভারতের অন্যান্য ক্লাবের সঙ্গে ফিজিয়ান তারকার যোগ থাকলেও থাকতে পারে। ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং পরে কেরালা ব্লাস্টার্সের নাম জোরালো ভাবে শোনা গিয়েছিল। রয়ের ভারতে খেলার সম্ভাবনা থাকলেও সেটা এখনও বাস্তবায়িত হয়নি। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া এবং মধ্য প্রাচ্যের ক্লাবের সঙ্গেও তাঁর যোগাযোগ ঘটেছে বলে গুঞ্জন।
এবার ফুটবল মহলে গুঞ্জন, কেরালা ব্লাস্টার্সও হয়তো পিছিয়ে পড়েছে। রয়কে সই করানোর খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে ক্লাব। কিন্তু কেন চুক্তি পত্রে সই করেননি তিনি? রয় কৃষ্ণা এমন একটা চুক্তি চাইছিলেন যেটার মেয়াদ হবে এক বছরের বেশি। অর্থাৎ অন্তত দুই বছরের চুক্ততে ক্লাবে সই করার ইচ্ছা তাঁর ছিল বলে জানা গিয়েছে। কেরালা চুক্তিতে সেই সময়কাল ছিল না বলেই রয় সই করেননি বলে মনে করা হচ্ছে।
প্রথম দিকে বেঙ্গালুরু এফসির নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল। তারাও পরে কিছুটা পিছিয়ে এসেছিল বলে আগে জানা গিয়েছিল। পরে দৌড়ে এগিয়ে এসেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। কেরালা, বেঙ্গালুরুকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট। সেখানেও আপাতত চূড়ান্ত হননি রয় কৃষ্ণা।