Monday, December 8, 2025
HomeSports Newsপেনাল্টি নষ্ট ভালভের্দের, এগিয়ে থেকেও আটকে গেল রিয়াল

পেনাল্টি নষ্ট ভালভের্দের, এগিয়ে থেকেও আটকে গেল রিয়াল

- Advertisement -

Club World Cup 2025: শেষ মরসুমটা একেবারেই সুখকর যায়নি রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে লা লিগা, প্রত্যেক ক্ষেত্রেই মুখ পুড়ে ছিল স্পেনের এই ফুটবল ক্লাবের। যারফলে বহু বছর পর ফের সাফল্যহীন ভাবে সিজন শেষ করে রিয়াল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সিজন শেষ হতেই দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন কার্লো আনচেলত্তি। তার পরিবর্তে জাভি আলোন্সোর হাতে উঠেছে দলের দায়িত্ব। বলতে গেলে তাঁর হাত ধরেই এবার ক্লাব ওয়ার্ল্ড কাপে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ভিনিসিয়াস জুনিয়রদের। কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল রিয়াল মাদ্রিদ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ভারতীয় সময় রাত ১২টা বেজে ৩০ মিনিটে হার্ডরক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল জুড বেলিংহামরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল রুবেন নেভেসদের আল হিলাল। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। এদিন রিয়ালের হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া। অন্যদিকে আল হিলালের হয়ে গোল করে যান নেভেস। পরবর্তীতে ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি ভালভের্দে। যারফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল লুকা মদ্রিচদের।

   

সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। বলাবাহুল্য, কিলিয়ান এমবাপ্পের অভাব যেন এদিন প্রথম থেকেই বুঝতে পারছিল মাদ্রিদ শিবির। সুযোগ বুঝে ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছিল প্রতিপক্ষ দলের ফুটবলাররা। তারপর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল সিমন ইনজাঘির ছেলেরা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় সেটি। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই প্রভাব বিস্তার করার চেষ্টা করতে থাকে রিয়াল। তারপর প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই প্রতি আক্রমণে উঠে গোল করে যান গঞ্জালো। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সতীর্থ ফুটবলারদের।

কিন্তু বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি জাভির ছেলেদের পক্ষে। প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে আল হিলাল। সেখান থেকে বল গোলে রাখতে কোনো ভুল করেননি রুবেন নেভেস। অমীমাংসিত ফলাফলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ থেকেই ফের শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের নব্বই মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ফেদেরিকো ভেলভের্দে। তবে অতি সহজেই সেই শট আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল উভয় দল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular