কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। তারপরেই ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) পরবর্তী সেমিফাইনাল ম্যাচ। মেটলাইফ স্টেডিয়ামে যেখানে একে অপরের মুখোমুখি হবে বিশ্বের দুই শক্তিশালী ফুটবল ক্লাব। একদিকে রয়েছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মান। অন্যদিকে রয়েছে স্পেনের শক্তিশালী ফুটবল দল রিয়াল মাদ্রিদ। বর্তমানে এই ম্যাচের দিকেই নজর রয়েছে বিশ্বের সকল ফুটবল সমর্থকদের। লড়াইটা যে কারুর পক্ষেই সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তাই নিজেদের সমস্ত শক্তি নিয়েই প্রথম একাদশ সাজানোর পরিকল্পনা ছিল উভয়ের। তবে এক্ষেত্রে টুর্নামেন্টের শুরু থেকে কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামানো সম্ভব হয়নি মাদ্রিদের।
অসুস্থতার কারণে তাঁকে থাকতে হয়েছিল মাঠের বাইরে। স্বাভাবিকভাবেই তাঁর অনুপস্থিতি প্রভাব ফেলেছিল দলের আক্রমণভাগে। তবে সময়ের সাথে সাথেই সুস্থ হয়ে ফিরেছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা। গত ম্যাচে বুরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করার ক্ষেত্রেও গোল করেছিলেন এমবাপ্পে। প্রথম একাদশে না থাকলেও পরবর্তীতে তাঁকে মাঠে নামিয়েছিলেন কোচ জাভি আলোন্সো। তবে এবার হাড্ডাহাড্ডি লড়াই। সেজন্য ম্যাচের প্রথম মিনিট থেকেই এবার এমবাপ্পেকে মাঠে রাখতে চান রিয়াল মাদ্রিদের নবনিযুক্ত কোচ।
তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই থাকছেন আগের ফুটবলাররা। আজ ও তিন কাঠির দায়িত্বে থাকছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কুর্তোয়া। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন আন্তোনিও রুডিগার, ওঁরেলিয়া চুয়ামেনি এবং রাউল আসেন্সিও। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে ফ্রান্সিসকো গার্সিয়া, জুড বেলিংহাম, আরদা গুলার, এবং দলের অধিনায়ক ফেদেরিকো ভেলভের্দে। আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন যথাক্রমে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র, গঞ্জালো গার্সিয়া।
সেইসাথে ফরোয়ার্ডে থাকছেন এমবাপ্পে। আজ নিঃসন্দেহে বাড়তি দায়িত্ব থাকবে এই ফুটবলারের। উল্লেখ্য, শেষ সিজনটা খুব একটা ভালো যায়নি রিয়ালের জন্য। হাতছাড়া হয়েছিল একের পর এক ট্রফি। অন্যদিকে, প্রথমবারের মতো ইউসিএল জয়ের স্বাদ পেয়েছে ডেমবেলেদের পিএসজি। স্বাভাবিকভাবেই আজ তুল্য মূল্য লড়াই হতে চলেছে উভয় দলের মধ্যে।