জাভি জামানার ইতি, দায়িত্বে এই প্রাক্তন তারকা

Álvaro Arbeloa Real Madrid

গতকাল সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লড়াই করে ও আটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ভিনিসিয়ুস জুনিয়র ও গঞ্জালো গার্সিয়া একটা সময় দলের আশা বাঁচিয়ে রাখলে ও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের পঞ্চম কোয়ার্টারের শেষের দিকে রাফিনিয়ার গোল বদলে দেয় সমস্ত কিছু। সেই নিয়ে যথেষ্ট হতাশ রিয়াল সমর্থকরা। সেই ধাক্কার পরেই এবার কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল স্পেনের এই জায়ান্ট। পারস্পরিক সম্মতিতে এবার রিয়াল মাদ্রিদ দলের দায়িত্ব ছাড়লেন জাভি আলোন্সো‌। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিল ম্যানেজমেন্ট।

Advertisements

যেখানে বলা হয়, ‘ রিয়াল মাদ্রিদ সি. এফ. ঘোষণা করতে চায় যে, ক্লাব এবং জাভি আলোন্সোর মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে, প্রথম দলের কোচ হিসেবে তার সময়কাল শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাভি সর্বদা সকল সমর্থকদের স্নেহ এবং প্রশংসা বহন করবেন কারণ তিনি একজন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এবং সর্বদা আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সর্বদা তাঁর নিজের ঘরের সমতূল্য হবে। আমরা জাভি আলোন্সোর এবং তাঁর সমস্ত কোচিং স্টাফকে এই সময় জুড়ে তাঁদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তাঁদের জীবনের এই নতুন পর্যায়ে তাদের শুভকামনা জানাই।’

   

পাশাপাশি এদিন নতুন কোচের নাম ও ঘোষণা করে দেওয়া হয় ক্লাবের তরফে। সেই অনুযায়ী এবার দলের দায়িত্বে এলেন আলভারো আরবেলোয়া। বিশেষ বিবৃতির মধ্য দিয়ে বলা হয়, ‘ রিয়াল মাদ্রিদ সি. এফ. ঘোষণা করতে চায় যে আলভারো আরবেলোয়া নতুন প্রথম দলের কোচ হবেন। ২০২৫ সালের জুন থেকে ক্যাস্টিলার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২০ সাল থেকে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে তাঁর পুরো কোচিং ক্যারিয়ার কাটিয়েছেন। তিনি ২০২০-২০২১ সিজনে অনূর্ধ্ব-১৪ এ দলের কোচিং করেছেন, লিগ শিরোপা জিতেছেন, ২০২১-২০২২ সিজনে অনূর্ধ্ব-১৬ এবং ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করেছেন। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে, তিনি ২০২২-২০২৩ সিজনে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স ট্রেবল এবং ২০২৪-২০২৫ সিজনে লিগ জিতেছেন।’

এবার এই নতুন কোচের তত্ত্বাবধানে সাফল্যের সরণিতে ফেরার লক্ষ্য রয়েছে কিলিয়ান এমবাপ্পেদের। এই প্রাক্তন তারকার দিকে নজর থাকবে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements