দুরন্ত ছন্দের মধ্যে দিয়ে এবারের লা লিগা শুরু করেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। একের পর এক ম্যাচে খুব সহজেই জয় ছিনিয়ে নিতে শুরু করেছিল জাভি আলোন্সোর ছেলেরা। এবার ও বজায় থাকল সেই ছন্দ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন অ্যাওয়ে ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে নেমেছিল ভিনিসিয়ুস জুনিয়ররা। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল সর্বাধিক ইউসিএল জয়ীরা। দলের হয়ে এদিন জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও একটি করে গোল করেন যথাক্রমে ভিনিসিয়ুস জুনিয়র এবং ফ্রাঙ্কো মাস্তান্তুওনো।
অন্যদিকে লেভান্তের হয়ে ব্যবধান কমিয়ে ছিলেন ক্যামেরুনের তারকা ফুটবলার কার্ল এডওয়ার্ড এটা আইওয়াং । যদিও শেষ পর্যন্ত কাজে আসেনি সেই গোল। এটি রিয়ালের অ্যাওয়ে ম্যাচ থাকলেও প্রথম থেকে সেটা বোঝার পরিস্থিতি ছিল না। জাভির ছেলেদের ঝাঁঝালো আক্রমণ যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলের ফুটবলারদের। তবে লেভান্তের গোলরক্ষকের সক্রিয়তায় প্রথম কোয়ার্টার পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও সেটা স্থায়ী হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষের দিকে ব্রাজিলিয়ান তারকা তথা ভিনিসিয়ুস জুনিয়রের শটে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে অনায়াসেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
তারপর ঠিক মিনিট দশেকের ব্যবধানে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ফ্রাঙ্কো। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ এসে গেলেও প্রতিপক্ষের গোলরক্ষক রায়ানের দৌলতে আর ব্যবধান বাড়েনি। দুই গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে সুযোগ বুঝে এটার গোলে ব্যবধান কমিয়ে ছিল লেভান্তে। কিন্তু সেটা বজায় থাকেনি ম্যাচের শেষ পর্যন্ত। দুই মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ম্যাচে ফিরে আসার স্বপ্ন শেষ হয়ে যায় লেভান্তের। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে যান এই ফরাসি তারকা।
সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৬৬ মিনিটের মাথায় ফের গোল। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে জয় তুলে নেয় থিবো কুর্তোয়ারা।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
