Real Madrid vs Borussia Dortmund: বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফের সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। সূচি অনুযায়ী ভারতীয় সময় রাত ১টা বেজে ৩০ মিনিট নাগাদ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল জাভি আলোন্সোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে আসে জয়। দলের হয়ে গোল করেন যথাক্রমে গনজালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া এবং কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, ডর্টমুন্ডের হয়ে গোল পান যথাক্রমে বেইয়ার, এবং গুইরাসি। ম্যাচের শেষ লগ্নে গোল করে প্রতিপক্ষ দল ব্যবধান কমাতে সক্ষম হলেও সমতায় ফেরা হয়ে ওঠেনি। যারফলে অনায়াসেই সেমিফাইনালের পথে প্রশস্ত করল রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু বারংবার থেকেই গোলের সুযোগ তৈরি করতে শুরু করেছিল স্পেনের এই ফুটবল দল। তবে সেগুলি ঠিক মতো কাজে লাগানো সম্ভব হয়নি। এমনকি প্রতিপক্ষের গোল বক্সে ঢুকে ও সহজ সুযোগ নষ্ট করেন ব্রিটিশ তারকা জুড বেলিংহাম। নাহলে অনায়াসেই ম্যাচের প্রথম পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দশ মিনিটের মাথায় আরদা গুলারের ক্রস থেকে গোল করে জাভির দলকে এগিয়ে দেন গনজালো গার্সিয়া। সেই আত্মবিশ্বাস থেকেই পরবর্তীতে ফের আসে গোল। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় আলেকজান্ডার আর্নল্ডের বল লক্ষ্য করে প্রতিপক্ষের গোলে ঠেলে দেন ফ্রান গার্সিয়া।
প্রথমার্ধের শেষে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ। এমনকি নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত সেই দুইটি গোলেই এগিয়ে ছিল দল। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময় ঘটতে থাকে একের পর এক নাটক। ৯২ মিনিটের মাথায় ডর্টমুন্ডের হয়ে প্রথম গোল করেন মাক্সিমিলিয়ান বাইয়ার। তবে সেই গোলের মাত্র মিনিট দুয়েক পরেই রিয়ালের জার্সিতে টুর্নামেন্টের প্রথম গোল করে যান এমবাপ্পে। পেনাল্টি থেকে তাঁর গোল প্রায় নিশ্চিত করে দেয় দলের জয়। তবে সহজে হার মানতে রাজি ছিল না প্রতিপক্ষ দল। ৯৮ মিনিটের মাথায় সেহু গিরাসি ব্যবধান আরও কমালেও ম্যাচে ফেরার জন্য সেটা যথেষ্ট ছিল না।
যারফলে আগামী ১০ই জুলাই পিএসজির বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে নামবে রিয়াল শিবির। ম্যাচটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন জাভি আলোন্সো। তাই সবদিক নজরে রেখেই এবার তৈরি করবেন গোটা দলকে।