La Liga champions: লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

La Liga champions Real Madrid

৩৬তম বারের মতো স্পেনের চ্যাম্পিয়ন (La Liga champions) রিয়াল মাদ্রিদ।কাদিজকে ৩-০ গোলে হারানোর পর ও জিরোনায় বার্সেলোনা ২-৪ গোলে হারের পর লা লিগা খেতাব নিশ্চিত করে মাদ্রিদ।

ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম ও জোসেলুর গোলে শেষ পর্যন্ত নিচের সারির দল কাদিজের বিপক্ষে সহজ জয় পায় রিয়াল মাদ্রিদ। চার ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১৪ ও তৃতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। প্রতিযোগিতা শেষ হওয়ার অনেক আগেই শিরোপা নিশ্চিত করেছে লস ব্ল্যান্কসরা।

   

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে রিয়ালের ম্যানেজার আনচেলত্তি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন। তবুও তার দল তিন পয়েন্ট নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। প্রথমার্ধে আধিপত্য বিস্তারের পর ৫১ মিনিটে বক্সের প্রান্ত থেকে কার্লিং শটে ডেডলক ভাঙতে সক্ষম হয় দিয়াজ। ম্যাচের অতিরিক্ত সময়ে করা সময়ে পাল্টা আক্রমণে জোসেলু ফাঁকা জালে আলতো টোকা দিয়ে স্কোরলাইন করেন ৩-০। তার আগে ৬৮ মিনিটে বেলিংহামকে গোল করতে তিনি সাহায্য করেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন