পরাজিত লেভান্তে, রিয়ালের হয়ে প্রথম জয় আরবেলোয়ার

সুপার কাপ ফাইনাল ও কোপা দেলরে ম্যাচের হতাশা কাটিয়ে এবার জয়ের সরণিতে রিয়াল মাদ্রিদ (Real Madrid)।  সূচি অনুযায়ী শুক্রবার লা লিগার পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল…

Real Madrid

সুপার কাপ ফাইনাল ও কোপা দেলরে ম্যাচের হতাশা কাটিয়ে এবার জয়ের সরণিতে রিয়াল মাদ্রিদ (Real Madrid)।  সূচি অনুযায়ী শুক্রবার লা লিগার পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল ভিনিসিউস জুনিয়ররা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল দুর্বল লেভান্তে ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় রিয়াল। এদিন দলের হয়ে গোল পান কিলিয়ান এমবাপ্পে এবং রাউল আসেন্সিও। এই জয় নিঃসন্দেহে কিছুটা‌ হলেও আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের। তাছাড়াও এদিন দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ ছিল আলভারো আরবেলোয়ার।

Advertisements

নিজের দলের দায়িত্বে এসে প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট নিশ্চিত করতে পেরে খুশি সকলেই। বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই দলের প্রাক্তন ফুটবলার তথা তৎকালীন কোচ জাভি আলোন্সোর সঙ্গে পারস্পরিক সম্মতিতে চুক্তি ছিন্ন করেছিল রিয়াল। পরিবর্তে দলের দায়িত্ব আসে আরবেলোয়ার হাতে। এই জয়ের ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য থাকবে সকলের। যদিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে খুব একটা দাঁড় কাঁটতে পারেননি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। যারফলে গোলশূন্য ফলাফলেই শেষ হয়েছিল প্রথম হাফ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলাতে থাকে গোটা ছবি‌।

   

বিশেষ করে আরদা গুলার মাঠে নামার পর থেকেই আক্রমণের ঝাঁঝ যেন বেড়ে যেতে শুরু করে দলের। পরবর্তীতে আদ্রিয়ানের ফাউল থেকে পেনাল্টি আদায় করে নেয় রিয়াল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে একেবারেই ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। যারফলে এই সিজনে লা লিগার ক্ষেত্রে প্রায় কুড়িটি গোলের কাছাকাছি চলে গেলেন এই ফরাসি ফুটবলার। তারপর ৬৫ মিনিটের মাথায় চলে আসে দ্বিতীয় গোল। এবার গুলারের হেড থেকে গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দিয়ে যান আসেন্সিও‌। কিন্তু সেখানেই থেমে থাকেননি দলের ফুটবলাররা।

ম্যাচ এগোনোর সাথে সাথেই আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল দলের ফুটবলারদের কাছে‌। এমনকি সহজ সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি। নাহলে বাড়তে পারত ব্যবধান।

Advertisements