গতবারের হতাশাজনক পারফরম্যান্স ভুলে এবার জয় দিয়ে আইলিগ শুরু করল রিয়াল কাশ্মীর (Real Kashmir FC)। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বিকেলে আইলিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইশফাক আহমেদের কাশ্মীরের ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী রাজস্থান ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় লালরামদিনসংগা রালতেরা। এদিন ম্যাচের প্রথমদিকেই মোহিত সিং ভেরিটোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল কাশ্মীর। পরবর্তীতে গোলের ব্যবধান বাড়িয়ে যান এল হাদজি আবদু করিম সাম্ব।
এই জয়ের ফলে বর্তমানে আইলিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল কাশ্মীরের এই ফুটবল দল। ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল আইলিগের এই ফুটবল ক্লাব। সেটা সামাল দিতে কার্যত দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল রাজস্থানের ডিফেন্ডারদের। তাঁর পর ম্যাচের ১১ মিনিটের মাথায় মোহিত সিংয়ের থেকে বল চলে যায় রাজস্থানের গোলে। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল কাশ্মীর দল। কিন্তু তারপর থেকেই মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিতে শুরু করেন সেইমিনম্যান ম্যাংচুংরা।
তবে কোনও রকমে পরিস্থিতি সামাল দেন হায়দার ইউসুফ থেকে শুরু করে আমিনৌ বৌবা’রা। তারপর সময় যত এগিয়েছে ততই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে দুই পক্ষ। ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে দুরন্ত গোল করে রিয়াল কাশ্মীরের হয়ে ব্যবধান বাড়িয়ে যান আবদু করিম সাম্ব। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ইসফাক আহমেদের ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ও দাপট বজায় ছিল রিয়াল কাশ্মীর ফুটবলারদের। এমনকি ৭৯ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলের সুযোগ ও পেয়ে গিয়েছিলেন সাম্ব।
কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি এই দাপুটে ফুটবলার। বাঁ দিক থেকে ভাসানো বল হেড করলেও সেটা সঠিকভাবে রাখা সম্ভব হয়নি। নাহলে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে ম্যাচ জিততে পারত রিয়াল কাশ্মীর। তবে প্রথম ম্যাচে জয় আসায় যথেষ্ট খুশি দলের ফুটবলাররা। পাশাপাশি গতবারের হতশ্রী পারফরম্যান্সের পর শীর্ষে থেকে আইলিগ শুরু করা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের মধ্যে।