Reagan Keisham: আশিস রাইয়ে শূন্যস্থান পূরণে এই তারকাকে দলে নিল হায়দ্রাবাদ

Keisham Regan

এক বছরের লোনে হায়দ্রাবাদ এফসি’তে যোগ দিলেন কেইসাম রেগান সিং (Reagan Keisham)। চেন্নাইয়ন এফসি’র প্রাক্তন ডিফেন্ডার’কে আসন্ন মরশুমে নিজামের শহরের দলের হয়ে খেলতে দেখা যাবে।

Advertisements

আইএসএলে ১০৫ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের । এর আগে নর্থইস্ট ইউনাইটেডে ছিলেন তিনি । আইএসএলের এই ক্লাবে শিলংয়ে রয়‍্যাল ওয়াহিংডো থেকে যোগদান করেন তিনি । ২০১৬ সালে পাকাপোক্ত ভাবে চলে আসেন ক্লাবে।

২০২০ সালে চেন্নাইয়ন এফসি’তে যোগদান করেন ।এরপর দ্রুত ক্লাবের প্রথম রাইট – ব‍্যাক হয়ে উঠতে খুব বিশেষ একটা সময় লাগেনি তার। গতবার আইএসএল চ‍্যাম্পিয়ান হওয়া পর এবার ট্রফি ডিফেন্ড করতে নামছে হায়দ্রাবাদ।এ সময় ফুল ব‍্যাকের দলের রক্ষণ ভাগ’কে শক্তিশালী করবে নিশ্চিত।

Advertisements

গত দুই মরশুম তেমন কার্যকর ফুটবল খেলতে পারেননি এই ফুটবলার।তবুও এই মনিপুরের ফুটবলারের উপর অগাধ আস্থা রাখছে গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান দল।আশিস রাইয়ের অবর্তমানে তিনি কতোটা হায়দ্রাবাদের ডিফেন্সে ভরসা যোগাতে পারেন এখন সেটাই দেখার বিষয়।