বিরাটকে বিদায় সংবর্ধনা! KKR ম্যাচে আরসিবি ভক্তদের বিশেষ উদ্যোগ

RCB star Virat Kohli fans to honour Test legend at Chinnaswamy by wear white T-shirt in IPL 2025

আইপিএল ২০২৫ (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়াম (Chinnaswamy Stadium)। চারপাশে যতদূর চোখ যায়, শুধুই দেখা যাবে সাদা রঙের ঢেউ। যেন ক্রিকেট মাঠ নয়, এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলির সভা। কারণটা একটাই বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর।

সোশ্যাল মিডিয়ার আবেগ থেকে মাঠের বাস্তবতায়

   

কিছুদিন আগেই বিরাট কোহলি হঠাৎ করে ইনস্টাগ্রামে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। কোনও ফেয়ারওয়েল ম্যাচ ছাড়াই এমন বিদায়ে হতবাক হয়ে পড়ে গোটা ক্রিকেট দুনিয়া। সেই আবেগকে কেন্দ্র করেই আরসিবি ভক্তদের এক ছোট্ট অনুরোধ ভাইরাল হয়ে পড়ে—”চলুন সবাই সাদা পোশাক পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাই, কোহলির টেস্ট অবসরের শ্রদ্ধা জানাতে।”

চিন্নাস্বামীতে কোহলিদের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াইয়ে কেকেআর

সাদা রঙের পোশাক, যা মূলত টেস্ট ক্রিকেটের প্রতীক। এবার আইপিএলের গ্যালারিতেই হয়ে উঠবে বিরাটের প্রতি ভালোবাসার রঙ। ভক্তদের আবেগ: ‘ও আমাদের টেস্ট ক্রিকেট ভালোবাসতে শিখিয়েছে’।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লেখা ছিল: “ও আমাদের অনেককেই টেস্ট ক্রিকেটের প্রেমে পড়তে বাধ্য করেছে… আমি হয়তো কোনোদিন তাকে টেস্টে লাইভ দেখতে পারিনি, কিন্তু আজ আমি চাই সে জানুক, আমরা কতটা ভালোবাসতাম ওকে ওর প্রিয় ফরম্যাটে।”

এই ধরনের আবেগঘন বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তো এগিয়ে এসে টাকা তুলে সাদা টি-শার্ট বিলি করার উদ্যোগও নেন, যাতে কারো সাধ মাটি না হয়।

সাদা বনাম লাল: বাজারের দিশা বদল

চিন্নাস্বামীর বাইরের চিত্রটাও পাল্টে গেছে। যেখানে আগে লাল রঙের আরসিবি জার্সির রমরমা ছিল, সেখানে এখন সাদা টেস্ট জার্সির আধিক্য। হকাররাও সময় বুঝে নিজেদের জিনিসপত্র বদলে ফেলেছে। কোহলি-১৮ লেখা সাদা জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

প্রভাব ফেলবে কি ম্যাচে?

তবে এতসব আবেগের মাঝেও একটা প্রশ্ন উঠছে—এই সাদা সাগর কি ম্যাচের উপর প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের মতে, সাদা বলের খেলা হলেও দর্শকসারির সাদা রঙে বল দেখা কিছুটা কঠিন হতে পারে। তবে মাঠের বাইরে সেই উদ্বেগ তেমন দেখা যাচ্ছে না। উৎসবের মেজাজে মাতোয়ারা ভক্তরা প্রস্তুত বিরাটের প্রতি ভালোবাসা জানাতে।

টেস্ট ক্রিকেটের প্রতি কোহলির ভালোবাসা

ইংল্যান্ডের একজন প্রাক্তন কোচ, বলছিলেন, “আমার সবচেয়ে প্রিয় টেস্ট মুহূর্তগুলোর মধ্যে কোহলির ২০১৮ সালের এজবাস্টনের জেমস অ্যান্ডারসনের সঙ্গে দ্বৈরথটা অন্যতম।”
তিনি আরও বলেন, “ও শুধুমাত্র একজন খেলোয়াড় বা অধিনায়ক ছিলেন না, বরং একটা অনুপ্রেরণা। ও আমাদের বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে।”

এক মরণ, এক স্থগিত, এক আবেগ

উল্লেখ্য, আইপিএল ২০২৫ আসরের মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল ভারত-পাক উত্তেজনার কারণে। সেই বিরতির পর আবার শুরু হল আইপিএল, আর প্রথম ম্যাচেই বিরাটের আবেগঘন বিদায়কে কেন্দ্র করে এমন নজিরবিহীন শ্রদ্ধা অনুষ্ঠান।

বিরাট কোহলির পরিসংখ্যান যত বড়ই হোক না কেন, আজকের চিন্নাস্বামীর এই সাদা সমুদ্র প্রমাণ করবে—কোনো কোনো ক্রিকেটার কেবল রান বা শতক দিয়ে নয়, মানুষকে স্পর্শ করে আবেগ দিয়ে। আজ সেই আবেগই মুখরিত হবে হাজার হাজার গলায়, হাজার হাজার সাদা পোশাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমুম্বই বিমানবন্দরে ধরা পড়ল আইএস-এর সক্রিয় স্লিপার সেলের দুই সদস্য
Next articleথোইবার চুক্তি বাড়ানোর প্রসঙ্গে কী বললেন লোবেরা?
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।