পদপিষ্টকাণ্ডে নীরবতা ভাঙলেন কোহলি, তবু প্রশ্ন ‘দেরি কেন?’

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের প্রথম আইপিএল ট্রফি জয়ের উৎসবে মেতেছিল। কিন্তু সেই আনন্দের রাত এক লহমায় শোকে পরিণত হয়। ভিড়ের চাপে…

RCB star Virat Kohli breaks silence on Bengaluru stampede

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের প্রথম আইপিএল ট্রফি জয়ের উৎসবে মেতেছিল। কিন্তু সেই আনন্দের রাত এক লহমায় শোকে পরিণত হয়। ভিড়ের চাপে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। তিন মাস নীরব থাকার পর অবশেষে এই মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন আরসিবি তারকা বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বার্তায় শোক, দায়বোধ ও ভবিষ্যতের প্রতিশ্রুতির ছাপ স্পষ্ট। তবে সমর্থকদের মনে প্রশ্ন, এত দেরি কেন?

কাফা কাপের মাঝপথে সংসার ভাঙল জামিলের! ছিটকে গেলেন রক্ষণের স্তম্ভ

   

আরসিবি’র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় কোহলি বলেন, “৪ জুন আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। যেটা আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, সেটাই পরিণত হয়েছে সবচেয়ে দুঃখজনক ঘটনায়। যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের কথা প্রতি মুহূর্তে মনে পড়ে। তাঁদের জন্য প্রার্থনা করি, আহতদের কথাও ভাবি। এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ। আমরা যত্ন, শ্রদ্ধা ও দায়িত্ব নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই।”

তদন্তে উঠে এসেছিল, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সীমিত জায়গায় অতিরিক্ত মানুষের সমাগমই এই দুর্ঘটনার মূল কারণ। পুলিশ জানিয়েছিল, উপস্থিত দর্শকদের তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা ছিল অপ্রতুল। অনেকে দায়ী করেছিলেন আরসিবি’র একটি ভিডিয়োকে, যেখানে কোহলি-সহ ক্রিকেটাররা সমর্থকদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এই ঘটনার পর আরসিবি নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছে।

‘গোপন প্রেম’ প্রকাশ্যে? দেখুন ভাইরাল সারার অন্তরঙ্গ মুহূর্তের অ্যালবাম

Advertisements

তবে কোহলির এই বিলম্বিত প্রতিক্রিয়া নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড়। অনেকে প্রশ্ন তুলেছেন, স্টেডিয়ামের বাইরে যখন স্বজনহারা পরিবারের কান্না, তখন ভিতরে কীভাবে চলছিল ভিক্ট্রি ল্যাপ? ক্রিকেটারদের কাছে কি কোনও খবর পৌঁছায়নি? প্রশাসন কীভাবে এমন পরিস্থিতিতে উৎসব চলতে দিল? কোহলি নিজেও তো সেদিন মাঠে ছিলেন। তিন মাস নীরব থাকার পর আরসিবি’র ‘আরসিবি কেয়ার্স’ উদ্যোগের পরই কেন তিনি মুখ খুললেন? অনেকে খোঁচা দিচ্ছেন, “ফ্র্যাঞ্চাইজির নির্দেশেই কি এই বার্তা?”

RCB star Virat Kohli breaks silence on Bengaluru stampede