বিরাটকে ‘হটিয়ে’ তরুন ক্রিকেটার কাঁধে RCB দায়িত্ব

rcb-captain-announcement-ipl-2025-rajat-patidar-to-take-over-as-rcb-skipper

অপেক্ষার অবাসান অবশেষে ঘোষণা হল আরসিবির নতুন অধিনায়ক নাম (RCB Captain) । তিনি আর কেউ নয় ভারতের তরুণ ক্রিকেটার রাজাত পাটিদার (Rajat Patidar) । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরশুম মার্চ মাসে শুরু হতে চলেছে। এর আগেই বেঙ্গালুরুর ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২০২৪ সালে চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা ছিল অনেক।

Advertisements

১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার আরসিবি প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেন। এদিন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো বোবাট এবং হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।  আরসিবি তাদের পুরনো অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করেছে। গত কয়েক দিন ধরেই বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন নাম উঠে আসছিল। তবে অবশেষে জল্পনার অবাসান আরসিবির নতুন অধিনায়করা রাজাত পাটিদার (Rajat Patidar)।

ফাফ ডু প্লেসিস ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিনটি মরশুমে আরসিবি অধিনায়কত্ব করেছেন। গত বছরের মেগা অকশনের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার এই তারকা অধিনায়ক আরসিবিকে শিরোপা এনে দিতে পারেননি। তবে তার ব্যাটিং এবং নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স ছিল। ২০২৪ সালে ফাফের বয়স ৪১ ছুঁইছুঁই এবং ৪১ বছরের অধিনায়কত্ব দেখতে চাওয়ার সম্ভাবনা কম ছিল। তবে মেগা অকশনে তিনি দিল্লি ক্যাপিটালসের হাতে ২ কোটি টাকা ভিত্তিমূল্যে বিক্রি হয়ে গেছেন। আরসিবি তাদের অকশনে কিছু বড় নাম নিয়েছে, যেমন ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, জেকব বেটেল, টিম ডেভিড, জিতেশ শর্মা এবং ফিল সল্ট।

Advertisements

উল্লেখ্য, রাজাত পাটিদার আরসিবির রিটেইন প্লেয়ার হিসেবে রয়েছেন। তিনি সাইয়েদ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করেছেন। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান মধ্যপ্রদেশকে সাইয়েদ মুস্তাক আলী ট্রফির ফাইনালে নিয়ে গিয়েছিলেন। যদিও মুম্বাইয়ের কাছে পাঁচ উইকেটে হেরে যায় তারা। পাটিদার ১০ ম্যাচে ৪২৮ রান করেন, যার মধ্যে ছিল ১৮৬.০৮ স্ট্রাইক রেট।