ICC: ‘জঘন্য’ পিচের তকমা পেল রাওলপিন্ডি

জঘন্য উইকেট, রাওলপিন্ডির বাইশ গজ প্রসঙ্গে এমনটাই মত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার (ICC)। তিরষ্কার মাথা পেতে স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Pakistan…

জঘন্য উইকেট, রাওলপিন্ডির বাইশ গজ প্রসঙ্গে এমনটাই মত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার (ICC)। তিরষ্কার মাথা পেতে স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Pakistan vs Australia) প্রথম টেস্ট ম্যাচে আলোচনায় উঠে এসেছিল রাওলপিন্ডির (Rawalpindi) উইকেট। 

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগল্লে জমা দিয়েছেন নিজের রিপোর্ট। কড়া ভাষায় তিনি নিন্দা করেছেন রাওলপিন্ডির গজকে। ‘ পাঁচ দিনের খেলায় পিচের চরিত্র বদল উল্লেখযোগ্যভাবে কম। উইকেটে বাউন্স ছিল নামমাত্র ‘, রিপোর্টে উল্লেখ করেছেন রঞ্জন। ‘ পিস বোলারদের জন্য উইকেটে কোনো রসদ ছিল না। গতি, বাউন্স দুটোরই অভাব ছিল স্পষ্ট। স্পিনাররাও সাহায্য পাননি উইকেট থেকে।’ 

   

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ ড্র করেছে পাকিস্তান। মোট ১ হাজার ১৮৭ রান করেছে দুই দল। পড়েছিল মাত্র ১৪ টি উইকেট। ম্যাচ রেফারির মতে, ‘ ব্যাট এবং বলে সামঞ্জস্য রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই পিচ। আন্তর্জতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মাবলী মাথায় রেখে আমি এই উইকেটকে জঘন্য বলতে বাধ্য হচ্ছি।’ 

Advertisements
ICC
প্রস্তুতি চলছে করাচির স্টেডিয়ামে।

‘ আমরা রিপোর্ট পেয়েছি এবং এর দায় মাথা পেতে নিচ্ছি ‘, বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র। ‘ এই প্রথম পাকিস্তানের কোনো উইকেট নেতিবাচক পয়েন্ট পেলে। ব্যাটসম্যান এবং বোলার, উভয় দিকের কথা বিবেচনা করেই আমরা পিচ প্রস্তুত করতে চেষ্টা করি সর্বদা। করাচি এবং লাহোরে আসন্ন টেস্টে এর ব্যতিক্রম আমরা হতে দিতে চাই না।’

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News