MS Dhoni: ধোনির ৪২ তম জন্মদিনে জাডেজার শুভেচ্ছাবার্তা

ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি ৭ই জুলাই শুক্রবার ৪২ বছর বয়সে পূর্ণ করেছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক- ব্যাটার সম্প্রতি চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) রেকর্ড-সমান পঞ্চম ইন্ডিয়ান প্রিমিয়ার…

ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি ৭ই জুলাই শুক্রবার ৪২ বছর বয়সে পূর্ণ করেছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক- ব্যাটার সম্প্রতি চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) রেকর্ড-সমান পঞ্চম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতিয়েছেন। আহমেদাবাদে ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে পরাজিত করে ট্রপি জিতে নেয় চেন্নাই। এই জয়ের পিছনে বল এবং বল হাতে যথাযথ অবদান রাখেন অল রাউন্ডার রবীন্দ্র জাডেজা।

শুক্রবার ধোনির ৪২ তম জন্মদিন উদযাপনে জাদেজা আইপিএল ২০২৩ ফাইনালের একটি বিশেষ ছবি দিয়ে তার “গো টু ম্যান”-কে শুভেচ্ছা জানান টুইটারে।

   

“২০০৯ সাল থেকে আজ পর্যন্ত এবং চিরকালের জন্য আমার গো টু ম্যান। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই মাহি ভাই। শীঘ্রই হলুদ রঙে দেখা হবে,” জাদেজা ফাইনালের পরে ধোনিকে জড়িয়ে ধরার একটি ছবির ক্যাপশন দিয়েছেন।

ফাইনালে জাদেজা একটি গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নাটকীয় ফাইনালে সিএসকে-এর হয়ে জয়ের রান করেন। ধোনি এবং জাদেজার মধ্যে বিবাদের গুজব ছিল, তবে অলরাউন্ডারের সর্বশেষ পোস্টটি অবশ্যই সেই গুজবকে ভিত্তিহীন করে দেয়।

Advertisements

<

p style=”text-align: justify;”>ফাইনালের নকটি জাডেজা উৎসর্গ করেন ধোনিকে। এরপরে নানা ছবি প্রকাশ করেন জাডেজা। তার মধ্যে একটি ছিল ধোনির জাডেজাকে কোলে তুলে নেওয়ার ছবি। জয়ের জন্য শেষ রান করার পর জাডেজা দৌড়ে ধোনির,কাছে গেলে ধোনি কোলে তুলে নেন তাঁকে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News