Ravindra Jadeja: দরকার আর ৪ উইকেট, তাহলেই ছাড়িয়ে যাবেন কপিল দেবকে

টেস্ট শেষ। ১-০ তে টেস্ট জিতে রোহিত শর্মাদের লক্ষ্য এখন ওডিআইতে আধিপত্য স্থাপন করে তৈরী ভারত। তিন ম্যাচের এই ওডিআই সিরিজটি শুরু হচ্ছে আজ, খেলা হবে বার্বাডোজে। এই সিরিজেই কপিল দেবকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পাবেন ভারতের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারির স্থানে পৌঁছাতে জাড্ডুর দরকার আর মাত্র চারটি উইকেট।

জাডেজা আপাতত ভারতের কিংবদন্তি বোলার অনিল কুম্বলের সাথে তৃতীয় স্থানে রয়েছেন; নিয়েছেন ২৯ ম্যাচে ৪১ উইকেট। দ্বিতীয় স্থানে স্থানে রয়েছেন কপিল দেব- নিয়েছেন ৪৩টি উইকেট। তালিকায় প্রথমে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের শ্রেষ্ঠ কোর্টনি ওয়ালশ- তাঁর নামে রয়েছে ৪৪ টি উইকেট।

   

রেকর্ড ভাঙলেও বর্তমান ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ালশের ওয়েস্ট ইন্ডিজের যে আকাশ পাতাল তফাত, তা নিয়ে সন্দেহ নেই! ফলত কপিলের রেকর্ড ভাঙলেও ৪৩টি উইকেটে গুরুত্ব হয়তো ঢের বেশি হবে!

এ কথা মানবেন কপিলও। যেমনটা মেনেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সময়। যে বার কপিল দেবকে টপকে ভারতের সর্বোচ্চতম টেস্ট উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আসেন, তখন অশ্বিনকে প্রশংসা করলেও পাশাপাশি বলেছিলেন, “আমি আমার জায়গা কেন ছাড়বো? আমার সময় পেরিয়ে গেছে।” এবারও তেমন হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন