আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা যেন হয়ে উঠল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) জন্য এক ঐতিহাসিক দিন। ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স এবং একাধিক রেকর্ড নিজের নামে করে নিলেন ‘স্যর’ জাদেজা (Indian Cricket Team)। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি শুধু ম্যাচে ভারতের দাপট আরও মজবুত করলেন না (India Cricket News)। বরং ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও নিজের জায়গা আরও দৃঢ় করলেন (Bengali Sports News)।
দ্বিতীয় দিনের খেলা শেষে রবীন্দ্র জাদেজা ১৬৯ বলে অপরাজিত ১০৪ রানে ব্যাট করছিলেন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। সেই সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে তলোয়ার সেলিব্রেশনে মাতেন তিনি। জাদেজার এই সেঞ্চুরির ফলে ভারতের রান পাহাড়ের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ৪৪৮ রান তুলে ফেলেছে, লিড নিয়েছে ২৮৬ রানের।
জাদেজার এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই আরও এক বিরল মাইলফলকে পৌঁছে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ৬টি বা তার বেশি শতরান ও ৩০০টির বেশি উইকেট নেওয়া অলরাউন্ডারদের তালিকায় জাদেজা এখন ষষ্ঠ। এই তালিকায় রয়েছেন কিংবদন্তি কপিল দেব, ইমরান খান, ইয়ান বোথাম, ড্যানিয়েল ভেত্তোরি এবং রবিচন্দ্রন অশ্বিন।
জাদেজার এই মুহূর্তে রয়েছে ৩৯৯০ রান ও ৩৩০ উইকেট। আর মাত্র ১০ রান করলেই তিনি হয়ে উঠবেন চতুর্থ এমন অলরাউন্ডার, যাঁর রয়েছে টেস্টে ৪০০০ রান ও ৩০০ উইকেট। এই তালিকাতেও কপিল দেব, ইয়ান বোথাম এবং ভেত্তোরির সঙ্গেই বসবেন জাড্ডু।
এই ম্যাচে শুধু ব্যাট নয়, ছক্কার দিক থেকেও এক বড় নজির গড়েছেন তিনি। এখনও পর্যন্ত টেস্টে জাদেজা ৭৯টি ছক্কা হাঁকিয়েছেন। ফলে টেস্টে ভারতের হয়ে সর্বাধিক ছক্কার তালিকায় তিনি এখন চতুর্থ, পিছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে (৭৮ ছক্কা)। তাঁর আগে রয়েছেন ঋষভ পন্থ ও বীরেন্দ্র শেহবাগের (৯০টি করে) এবং রোহিত শর্মা (৮৮টি)।
জাদেজার পাশাপাশি প্রথম সেঞ্চুরি করলেন তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। ৬৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। শুরুটা ভালো না হলেও, যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন দ্রুত ফিরলে চাপ বাড়ে ভারতের উপর। কিন্তু কেএল রাহুল (১০১), শুভমন গিল (৫০), জাদেজা ও জুরেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া।
Stand up and applaud 👏👏
Ravindra Jadeja’s celebration says it all 💯
Scorecard ▶️ https://t.co/MNXdZceTab#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @imjadeja pic.twitter.com/PCxiPwf1QS
— BCCI (@BCCI) October 3, 2025
২০১২ সালে টেস্টে অভিষেকের পর থেকে ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ড দক্ষতায় দীর্ঘদিন ধরেই দলের নির্ভরযোগ্য মুখ হয়ে উঠেছেন তিনি। ৮৬ টেস্টে তাঁর সংগ্রহ ৩৯৩৬ রান, ৬ সেঞ্চুরি, ২৮ হাফসেঞ্চুরি এবং ৩৩০ উইকেট।
তৃতীয় দিনেই ৪০০০ রানের ক্লাবে ঢুকে আরেকটি রেকর্ড নিজের নামে করতে পারেন জাদেজা। সব মিলিয়ে, ভারতের জয়ের পাশাপাশি ইতিহাস গড়ার অপেক্ষায় দেশের অন্যতম সেরা অলরাউন্ডার।
Ravindra Jadeja hits century joins elite club with 300 wickets breaks MS Dhoni Six record