ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য এখনও বাকি রয়েছে অনেকটা সময়। তবে সেই কথা ভেবে খুব একটা নিষ্ক্রিয় নেই ক্রিকেট দলগুলি। পুরনো ব্যর্থতা কাটিয়ে নতুন মরসুমে নিজেদের সেরা ছন্দে রাখা লক্ষ্য প্রত্যেকের। সেইমতো নিজেদের বোঝানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজি গুলি। সেইমতো নির্ধারিত ক্রিকেটারদের পাশাপাশি কোচ ও সাপোর্টিং স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে প্রত্যেকে। আসলে নতুন সিজন শুরুর আগে চমক দিতে মরিয়া প্রত্যেকটি দল। কিন্তু এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে বিশেষ তথ্য। শোনা যাচ্ছে সম্পর্ক ছিন্ন করে এবার সিএসকে ছাড়তে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )।
হ্যাঁ ঠিকই শুনেছেন। আইপিএলের মেগা নিলামের আগে ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। সেইমতো সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা ও নাকি সেরে ফেলেছেন তিনি। উল্লেখ্য, শেষ মরসুমে রাজস্থান রয়েলস থেকে বিরাট অর্থের বিনিময়ে নিজের পুরনো ক্লাব তথা চেন্নাই সুপার কিংসে ফিরে এসেছিলেন এই স্পিনার। ২০১৫ সাল পর্যন্ত এক নাগারে এই দলে খেলার পর যোগদান করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবে। তারপর রাজস্থান ঘুরে গতবার প্রত্যাবর্তন হয় পাঁচবারের আইপিএল জয়ী হওয়া এই ফ্রাঞ্চাইজিতে। কিন্তু সেবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই বোলার।
৯টি ম্যাচ খেলে বল হাতে মাত্র ৭টি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল অশ্বিনকে। নিজের আইপিএল ক্যারিয়ারে প্রায় ২২০টির ও বেশি ম্যাচ খেলে ফেলেছেন এই ভারতীয় বোলার। যার মধ্যে ১৫০ টির ও বেশি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এমনকি ব্যাট হাতে ও করেছেন প্রায় ৮০০ বেশি রান। কিন্তু গত বছর অনেকটাই অফকালার ছিলেন এই ক্রিকেটার। তবে চেন্নাই ছাড়ার পর আদৌ তিনি অন্য কোন দলের জার্সিতে মাঠে নামবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি।