HomeSports Newsঅশ্বিনের সেঞ্চুরিতে পিছু হঠলেন পাকিস্তানি ক্রিকেটার

অশ্বিনের সেঞ্চুরিতে পিছু হঠলেন পাকিস্তানি ক্রিকেটার

- Advertisement -

আরও একটি টেস্ট সেঞ্চুরি করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিজের ঘরের মাঠে চেন্নাইয়ে এই ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন অশ্বিন। অশ্বিন জানালেন কীভাবে তিনি এই সেঞ্চুরি করতে পেরেছেন।

রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ঘরের দর্শকদের সামনে খেলা সবসময়ই বিশেষ অনুভূতি। এটি এমন একটি মাঠ যেখানে তিনি নিজে ক্রিকেট খেলতে পছন্দ করেন, কারণ এই মাঠটি তাঁকে অনেক দুর্দান্ত স্মৃতি দিয়েছে। অশ্বিনের মতে, এটি পুরানো চেন্নাইয়ের পিচ যেখানে কিছুটা বাউন্স রয়েছে।

   

সবে তো ম্যাচের প্রথম দিন। তবে এখানে পিচ সম্পর্কে অশ্বিনের চেয়ে বেশি কেউ জানেন না। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের পিচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা চেন্নাইয়ের পুরনো ধাঁচের পিচ, যেখানে ওভারস্পিন একটু বাউন্স দেবে। উইকেট তার প্রভাব অনেক পরে দেখাতে শুরু করবে। ফাস্ট বোলারদের জন্য রয়েছে অনেক রসদ। নতুন বল কিছুটা হলেও সাহায্য করবে। পিচে কিছুটা আর্দ্রতা রয়েছে, এখনও নীচ থেকে স্যাঁতসেঁতে।

বিশেষ বিষয় হল, মহেন্দ্র সিং ধোনিও টেস্ট ক্রিকেটে মোট ৬টি সেঞ্চুরি করেছেন, এবার রবিচন্দ্রনও তাঁর সমকক্ষ হলেন। রবিচন্দ্রন এখন টেস্টে আট নম্বর পজিশনে রয়েছেন এবং তাঁর পরে ব্যাট করতে আসা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এক্ষেত্রে এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। আট নম্বরে নেমে মোট ৫টি সেঞ্চুরি করেছেন তিনি। পাকিস্তানের কামরান আকমল যেমন এই কীর্তি গড়েছেন তিনবার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও এই কীর্তি গড়েছেন তিনবার। এখন আরও একটি সেঞ্চুরি করে অশ্বিন যৌথভাবে এক নম্বরে পৌঁছানোর মতো অবস্থানে রয়েছেন। তবে এই মুহূর্তে ১০২ রানে অপরাজিত থাকা অশ্বিন এই ম্যাচে আরও কত রান যোগ করতে পারেন সেটাই দেখার।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular