আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুম শুরু হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দলে রদবদলের গুঞ্জন। ইতিমধ্যেই ক্রিকেটমহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু নিজেই নাকি দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আর চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলা অলরাউন্ডার অশ্বিনও চেন্নাই ছাড়তে পারেন, এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমের।
এমন অবস্থায় রবিচন্দ্রন অশ্বিনের একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অশ্বিন কার্যত ঠাট্টার ছলেই নিজের ট্রান্সফারের প্রসঙ্গ তুলেছেন। কিন্তু সেই কথার মধ্যেই অনেকেই খুঁজে পাচ্ছেন বাস্তব ইঙ্গিত।
সম্প্রতি অশ্বিন তাঁর জনপ্রিয় শো ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’র একটি টিজার শেয়ার করেন। এই এপিসোডে অতিথি হিসেবে ছিলেন সঞ্জু স্যামসন। সেই ভিডিওতে অশ্বিন বলেন, “তোমাকে জিজ্ঞাসা করার জন্য একাধিক প্রশ্ন আমার কাছে রয়েছে। কিন্তু, প্রশ্ন করার আগে ভাবছি যে নিজেকেই ট্রেড করে নিই। আমি কেরলে থাকতেই ভালোবাসি। ইতিমধ্যেই একাধিক গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ ব্যাপারে তো আমি নিজেই কিছু জানি না। তাই ভাবলাম তোমার থেকেই একটু জিজ্ঞাসা করি আমি যদি কেরলে থাকি, আর তুমি চেন্নাইয়ে যাও, তাহলে ব্যাপারটা কেমন হবে?”
SANJU × ASHWIN 😂🔥
– A fun Episode on the way for Cricket fans…!!! pic.twitter.com/dmBl310gbp
— Johns. (@CricCrazyJohns) August 8, 2025
এই কথা শুনে সঞ্জু স্যামসন হেসে ওঠেন। তবে এই কথার মধ্যেই অনেকেই ধরে নিচ্ছেন, অশ্বিন হয়তো ভবিষ্যতের ইঙ্গিত দিয়েই ফেলেছেন।চলতি বছরের শেষে আয়োজিত হতে চলেছে আইপিএল ২০২৬ মিনি নিলাম। তার আগেই বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে।
সূত্রের খবর, সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়ার জন্য আবেদন করেছেন। তিনি চান, দল হয় তাঁকে রিলিজ করুক, নয়তো ট্রেড করুক। অন্যদিকে, অশ্বিনের ক্ষেত্রেও একই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তিনি শুধু প্লেয়ার হিসেবেই নয়, চেন্নাই সুপার কিংস অ্যাকাডেমির ‘ডিরেক্টর অফ অপারেশনস’ পদেও ছিলেন। তবে সেটিও তিনি ছেড়ে দিতে পারেন বলে জল্পনা চলছে।
আইপিএলের ইতিহাসে অশ্বিন অবশ্য সফল বোলারদের মধ্যে অন্যতম। ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন। এরপর পাঞ্জাব, দিল্লি, রাজস্থান হয়ে আবার চেন্নাইয়ে ফেরা। একরকম বাড়ি ফিরে আসার মতোই ছিল অশ্বিনের জন্য।
Ravichandran Ashwin hints at leaving CSK in Viral Video before IPL 2026 season auction