ভারতের ‘হ্যাটট্রিক’, শেষ হতে পারে অস্ট্রেলিয়া-রাজ! বড় মন্তব্য

প্রতিবারের মতো এবারও ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্যাচের আগে উত্তাপ বাড়তে শুরু করেছে। নভেম্বরে হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্য…

Ravi Shastri's Best Eleven

প্রতিবারের মতো এবারও ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্যাচের আগে উত্তাপ বাড়তে শুরু করেছে। নভেম্বরে হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্য প্রকাশ্যে এসেছে। এবার নিজের মতামত প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বর্ডার-গাভাসকর ট্রফিতে টানা তৃতীয়বারের ঐতিহাসিক শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের প্রাক্তন কোচ। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ভবিষ্যদ্বাণী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক আধিপত্য বিস্তার করবে ভারত।

ভিনেশ ফোগাটের জন্য ‘সুখবর’, বড়সড় আপডেট WFI-এর

   

শাস্ত্রীর কোচিংয়ে ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দু’টি টেস্ট সিরিজ জিতেছিল ভারত। নভেম্বরে শুরু হতে চলা পাঁচ ম্যাচের সিরিজের আগে শাস্ত্রী মনে করেন, প্যাট কামিন্সের দলের কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত জয়ের হ্যাটট্রিক করতে প্রস্তুত। আইসিসি রিভিউ পডকাস্টে শাস্ত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি রোমাঞ্চকর হতে চলেছে।’

অস্ট্রেলিয়া শেষবার ২০১৫ সালে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল। গত বছর ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে তারা কিছুটা প্রতিশোধ নিয়েছিল। শাস্ত্রীর মতে, ‘অস্ট্রেলিয়া জয়ের জন্য মরিয়া থাকবে। ভারতকে পরাস্ত করার জন্য অস্ট্রেলিয়া চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না।

মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারেন জুভেন্তাসের প্রাক্তন ফুটবলার

‘ভারত গত দু’টি সফরে অস্ট্রেলিয়াকে দু’বার হারিয়েছে এবং অস্ট্রেলিয়া প্রায় এক দশক ধরে বর্ডার-গাভাসকর ট্রফি দখল করতে পারেনি। যে কারণে গত পাঁচ-আট বছরে টেস্ট ক্রিকেটের এই দুই দলের সম্মুখ সমর দেখার অপেক্ষায় রয়েছেন আপামর ক্রিকেট প্রেমীরা। এটা দারুণ একটা সিরিজ হবে এবং ভারতের হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে। কারণ তাদের বোলাররা ফিট। ভালো ব্যাটিং করতে পারলে অস্ট্রেলিয়াকে আবারও হারাতে পারবে তারা’, বলেছেন রবি শাস্ত্রী।